আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টস তাঁকে রাখেনি। আইপিএলের মেগা নিলামে নজর থাকবে লোকেশ রাহলের উপর। কোন দল তাঁকে নেয়। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে।
রাহুলের নেতৃত্বে লখনউ দু’বার প্লে অফে গিয়েছিল। শেষবার নেট রান রেটের জন্য প্লে অফে যেতে পারেনি লখনউ।
তবে লোকেশ রাহুল কিন্তু নেতৃত্ব নিয়ে মাথাই ঘামাতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘অধিনায়কত্ব আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কাউকে কখনও বলব না নেতৃত্ব দিতে। কোনও ফ্রাঞ্চাইজি যদি মনে করে আমার মধ্যে লিডারশিপ স্কিল রয়েছে। তাহলে দায়িত্ব দিতে পারে। গত কয়েক বছর ধরে খেলার পাশাপাশি অধিনায়কত্বও সামলেছি। কেউ যদি তা দেখে খুশি হয়ে ফের দায়িত্ব দিতে চায় তো নেব।’ তবে অধিনায়কত্বের চেয়েও রাহুল চাইছেন অন্য কিছু। নতুন যে ফ্রাঞ্চাইজিতে রাহুল যাবেন, সেখানে একটা ভাল পরিবেশ চাইছেন তিনি। রাহুলের কথায়, ‘এমন একটা দলের অংশ হতে চাই, যেখানে ভাল পরিবেশ পাব। এমন একটা পরিবেশ যেটাকে ভালবাসতে পারব। যেখানে সম্মান পাব। তবেই ভাল খেলার রসদ পাব।’
রাহুলকে নিতে পারে আরসিবি। যেখানে তিনি আগে খেলেছেন। এরকম একটা জল্পনা রয়েছে। তবে রাহুল বলেছেন, ‘আইপিএলে বরাবরই চাপ থাকে। তবে দুটো দলের কথা আমি বলব। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। দুটো দলই জয় ও হারকে মেনে নেয়। এবং ড্রেসিংরুমে একটা চাপমুক্ত পরিবেশ থাকে। এক জন প্লেয়ার হিসেবে এটা আমার ভাল লাগে। এরপর পরিবেশ থাকলে যে কোনও ক্রিকেটারই চাপমুক্ত হয়ে খেলতে পারে।’
এরপরই রাহুলের সংযোজন, ‘লখনউ ড্রেসিংরুমেও এরকম পরিবেশ তৈরির চেষ্টা করেছিলাম আমি, গৌতম ভাই, ল্যাঙ্গাররা।’
