আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরব পর্ব শেষ হল নেইমারের। আল হিলাল জানিয়ে দিল পারস্পরিক সম্মতির ভিত্তিতেই নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হল। 

এদিকে স্যান্টোস আগে জানিয়েছে, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ করে নেইমার যোগ দেবেন ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবে। সেই খবরেই সিলমোহর পড়ল। 

আল হিলাল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ''আল হিলালকে নেইমার যা দিয়েছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। আমরা নেইমারের সাফল্য় কামনা করি।'' 

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। রেকর্ড অঙ্কের বিনিময়ে সৌদি মুলুকে পা দিয়েছিলেন তিনি। চোখে ছিল স্বপ্ন।  চোটজনিত সমস্যায় মাত্র সাতটি ম্যাচই খেলতে পারেন নেইমার।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোট ছিটকে  দিয়েছিল নেইমারকে। একবছর মাঠের বাইরে থাকার এক বছর মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা। 

চোট সারিয়ে ফেরার পরে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দু'টি ম্যাচে মাঠে নামেন অল্প সময়ের জন্য। ফের চোটের কবলে পড়েন তিনি। 

নেইমারকে নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরেই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে পারেন তিনি। এমনও শোনা গিয়েছিল। দিনকয়েক ধরে শোনা যাচ্ছিল, সৌদির ক্লাব ছেড়ে নেইমার ফিরে যাবেন স্যান্টোসে। এবার হয়তো নেইমারের পরবর্তী ঠিকানা দেশের ঐতিহাসিক ক্লাব।