আজকাল ওয়েবডেস্ক: ফুটবল কেরিয়ারের সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। ভাস্কো দ্য গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় স্যান্টোস। হাফ ডজন গোলে বিধ্বস্ত হওয়ার পরে স্যান্টোসের কোচ ক্লেবার জ্যাভিয়ারকে বরখাস্ত করা হয়। মাঠ ছাড়ার সময়ে নেইমারকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গিয়েছে।
মরশুমে ১৯টি ম্যাচ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলে অনেকটাই নীচের দিকে রয়েছে স্যান্টোস। অবনমনের লাল চোখ দেখছে স্যান্টোস।
স্যান্টোস ৬টিতে জিতেছে। ৩টি ড্র ও ১০টিতে পরাস্ত হয়েছে। মাত্র ২১ পয়েন্ট তারদের ঝুলিতে।
আরও পড়ুন: দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার, পরিবর্তও ঘোষণা করে দেওয়া হল ...
ম্যাচ হারের পরে জ্যাভিয়ারের চাকরি গিয়েছে। এপ্রিল মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি। স্যান্টোসের তরফ থেকে জানানো হয়, কোচ যে সার্ভিস দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। তাঁর কেরিয়ারের বাকি সময়ের জন্য ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়।
????????️ ????????????: Neymar Jr: "We were so sh*t. It was a disgrace. The fans have the right to curse and insult people today. It's acceptable. I feel ashamed. I had never experienced anything like this in my life." pic.twitter.com/crDGNKBysa
— The Touchline | ???? (@TouchlineX)Tweet by @TouchlineX
খেলার শেষে হতাশায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থদের দোষারোপ করতেও ছাড়েননি। তিনি বলেছেন, সমর্থকদের অভিশাপ দেওয়ার কারণ রয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি অত্যন্ত অসম্মানিত। জীবনে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি।
সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলার সময়ে এসিএল ছিঁড়ে গিয়েছিল নেইমারের। অস্ত্রোপচারের পরে ফিরে এলেও আল হিলাল তাঁর সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। নেইমার চলে আসেন ছেলেবেলার ক্লাব স্যান্টোসে। তিনি আগের ফর্মে ফেরার মরিয়া এক চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যেই ছ'গোলের লজ্জা হজম করতে হল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে চোট পেয়ে প্রায় এক বছর ছিটকে গিয়েছিলেন নেইমার। চোট প্রসঙ্গে নেইমারকে বলতে শোনা গিয়েছে, ''আমার যে চোট ছিল তা সামলানো সহজ ব্যাপার ছিল না। আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পেরে আমি খুব খুশি। আমি এখনও একশো শতাংশ সুস্থ নই। তবে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।''
হার হজম করতে না পেরে কাঁদতে কাঁদতে ব্রাজিলীয় তারকা ফিরে যান সাজঘরে। ড্রেসিং রুমে তাঁকে সান্ত্বনা দেন সতীর্থরা। নেইমারের স্যান্টোসের পরবর্তী ম্যাচ ২৪ আগস্ট। স্যান্টোসের প্রতিপক্ষ বাহিয়া।
আরও পড়ুন: জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়ছে না মোহনবাগান, আজ থেকেই এএফসির প্রস্তুতি শুরু
