আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ একদিনের বিশ্বকাপে এমএস ধোনির ব্যাটিং অনেককেই অবাক করেছিল। সেদিন খুব মন্থর ব্যাট করেন ক্যাপ্টেন কুল। ফার্গুসনের একটি বল ছাড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নিউজিল্যান্ডের তারকা পেসার। সেমিফাইনালে অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ দ্যা লেন্থ ডেলিভারি বল করেন ফার্গুসন, যা ধোনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাতেই ওর মনোভাব নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্বকাপের ছয় বছর কেটে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করলেন কিউয়ি পেসার। জানান, ধোনির বল ছাড়া দেখে তিনিও অবাক হয়ে যান। তখন ৩১ বলে ৫২ রান প্রয়োজন ছিল ভারতের। এই অবস্থায় অধিনায়কের সেসব বল ছেড়ে দেওয়া দেখে কিছুটা আশ্চর্য হয়ে যান। ফার্গুসন বলেন, 'আমার ঠিক মনে পড়ছে না ওদের তখন কত রান প্রয়োজন ছিল। তবে মনে আছে বেশ কিছু রান বাকি ছিল। সেই বলটা করা হয়েছিল দেখার জন্য এমএস কাট করবে কিনা। কিন্তু ও ছেড়ে দেয়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ বোলার হিসেবে আমি রান আটকানোর চেষ্টা করব। তাই ব্যাটার‌ বল ছেড়ে দিলে বোলারদেরই ভাল।' 

ফার্গুসন জানালেন, তাঁদের লক্ষ্য ছিল ধোনিকে মারার জন্য লুব্ধ করা। একইধরনের বলে ধোনি তাঁকে ছয় হাঁকানোয় পরিকল্পনা কাজে দেয়। ফার্গুসনের ওভারেই ভারত অধিনায়ক আউট হন। কিউয়ি পেসার বলেন, 'পরের ওভারের প্রথম বলে ধোনি ছক্কা মারে। পরিকল্পনা খেটে যায়। ভারতকে হারিয়ে আমরা সেমিফাইনালে যাই।' নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। ভারতের শেষ আশা ছিলেন ধোনি। কিন্তু শেষ ওভারে রান আউট হন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনির এই রান আউট অন্যতম বেদনানায়ক মুহূর্ত। 

কয়েকদিন আগে আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন ধোনি। আগামী মরশুমেও কি তাঁকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। গত মাসে ৪৪ বছরে পা রেখেছেন ধোনি। মাহির হাত ধরে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। আরও একবার কি তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে পারবে ফ্যানরা? চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেমনই ইঙ্গিত দেন ক্যাপ্টেন কুল। ধোনি বলেন, 'আমি এবং সিএসকে, আমরা একসঙ্গে আছি। এমনকী পরের ১৫-২০ বছরও। আশা করছি ওরা ভাবছে না আমি আরও ১৫-২০ বছর ধরে খেলব। এটা এক বছর বা দু'বছরের বিষয় নয়। আমাকে সবসময় হলুদ জার্সিতে দেখা যাবে। আমি খেলব কি খেলব না, সেটা আপনারা কয়েকদিনের মধ্যেই জেনে যাবেন। তবে সবাই বুঝতেই পারছে।' 

বছরের শুরুতে ধোনি জানিয়েছিলেন, ভারতীয় দলের হয়ে খেলাকে সমসময় একনম্বরে রাখবেন। তারপরই তাঁর কাছে গুরুত্ব পায় আইপিএল। ধোনি বলেন, 'আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা অসাধারণ অনুভূতি। আমি তাই সবসময় ফ্যানদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, ফ্যানরাও চায় আমি খেলা চালিয়ে যাই। সেটার জন্য ওরা আমাকেও ধন্যবাদ জানায়। যেকোনো খেলাতেই আমরা ফ্যানদের থেকে সমর্থন চাই। ক্রিকেটে ভারতই একনম্বরে। ভারতীয় ক্রিকেট দলের অঙ্গ হওয়ায় সবচেয়ে বড় পাওনা। আমি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলি না, তাই আইপিএলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার আর গায়ে কাঁটা দেয় না। তবে এটা বিশেষ অনুভূতি। যখনই মাঠে প্রবেশ করি, সবাই উত্তেজিত হয়ে যায়। সবাই আমার জন্য অপেক্ষা করে। চায় আমি রান পাই। তাঁদের দলের বিরুদ্ধে খেললেও সমর্থকরা সাপোর্ট করে। চায় আমি ভাল খেলি। এটা দারুণ অনুভূতি।' প্রসঙ্গত, ছয় বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে এবার আইপিএলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।