আজকাল ওয়েবডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির মসনদে বসেছেন জয় শাহ। ইতিহাস তৈরি করেছেন তিনি। আইসিসির প্রধানের পদ পাওয়ার পর এবার জল্পনা শুরু হয়েছে জয় শাহের জায়গায় তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের পদে কে বসবেন? আইসিসির প্রধানের পদে যেতে হলে এসিসি প্রধানের পদ ছাড়তে হবে জয় শাহকে। সূত্রের খবর, এসিসি প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। পিসিবি প্রধান নকভি শাহ এসিসি প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরের শেষে এসিসির বৈঠকে নিশ্চিত করা হবে এসিসি প্রধানের নাম। নকভির নাম ঘোষণা করা হলে পরবর্তী দুই বছরের জন্য তিনি প্রধান হিসেবে নির্বাচিত হবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহ জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।
আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্রিয় করে তোলা। ক্রিকেটের প্রতি ভালবাসাকে উন্নীত করার জন্য নতুন চিন্তাভাবনা করতে হবে আমাদের’। আগামী লাস ভেগাস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। জয় শাহ আত্মবিশ্বাসী যে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এই খেলার জনপ্রিয়তাকে অনেকটাই বৃদ্ধি করবে।
