আজকাল ওয়েবডেস্ক:‌ নীরজ চোপড়া। অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। ২০১৬ সালে নীরজ চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল জেএসডব্লিউ স্পোর্টস। এরপর দশ বছরে অলিম্পিকে সোনা তো বটেই, কমনওয়েলথ কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন। এবার বছরের শুরুতে নিজের তৈরি সংস্থা পথচলা শুরু করতে চলেছে। তাই ২৭ বছরের ভারতীয় জ্যাভলিন তারকা জেএসডব্লিউ–র সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্ক ছিন্ন করলেন। 


এক যৌথ বিবৃতিতে নীরজ লিখেছেন, ‘গত এক দশক ধরে আমরা এক পথে চলেছি। তাতে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখে সমৃদ্ধ হয়েছি। এটা যথেষ্ট কৃতিত্বেরও। আমার কেরিয়ারের একটা দিক গড়ে দিয়েছে জেএসডব্লিউ স্পোর্টস। ওরা যেভাবে আমাকে সমর্থন করেছে, তার জন্য চির কৃতজ্ঞ থাকব। এই অধ্যায়ের সমাপ্তি ঘটলেও পরবর্তী পর্বে একই মূল্য আমি বয়ে নিয়ে যাব।’


জেএসডব্লিউ স্পোর্টসের সিইও দিব্যাংশু সিং বলেন, ‘নীরজের সঙ্গে কাজের অভিজ্ঞতা অতুলনীয়। ওর সাফল্যের কাহিনি অনেকেরই অনুপ্রেরণা। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। ভবিষ্যতে ওর সাফল্যের জন্য শুভেচ্ছা।’ জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে সম্পর্ক হওয়ার পর নীরজের কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য টোকিও অলিম্পিকে সোনা জয়। ২০২১ সালে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক পেয়েছিলেন তিনি। এরপর ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০২৪ প্যারিস অলিম্পিকে রুপো জিতেছিলেন নীরজ। ভারতীয় জ্যাভলিন তারকা তাঁর অ্যাথলিট ম্যানেজমেন্ট ফার্মের নাম রেখেছেন ‘ভেল স্পোর্টস’। এই সংস্থাই এবার পথ চলা শুরু করবে। দেখার নীরজ কতটা সাফল্য পান। 


তবে এটা ঘটনা, এশিয়ান গেমসের আগে বিরতি নিয়েছেন নীরজ চোপড়া। এখনও বেশ কিছুদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখা যাবে না নীরজকে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে সম্ভবত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এই বছরের শেষের দিকে জাপানে হবে এশিয়ান গেমস। এখানে অংশ নেওয়ার জন্য জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাধ্যতামূলক। ৮ থেকে ১২ জুলাই রয়েছে এই চ্যাম্পিয়নশিপ। শোনা যাচ্ছে, নীরজ যেহেতু রিহ্যাবের মধ্যে রয়েছেন, তাই এই টুর্নামেন্টে তাঁকে অংশগ্রহণের ব্যাপারে ছাড় দেওয়া হবে। বিরতির সময়টাতে তিনি রিহ্যাব করে একশো শতাংশ সুস্থ হয়ে উঠে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসে অংশ নেবেন।