আজকাল ওয়েবডেস্ক: এ আবার কী! ফাফ ডু’প্লেসিসকে অধিনায়ক ঘোষণা করল নামিবিয়া। তাও আবার অনূর্ধ্ব ১৯ দলের। বৃহস্পতি সাত সকালে এই খবর নজরে আসতেই হইচই। কোনও ভুল হল কী! ডু’প্লেসির বয়স আচমকা এত কমে গেল? হচ্ছেটা কী!
ভুল ভাঙল একটু পরেই। এই ডু’প্লেসিস দক্ষিণ আফ্রিকা বা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার নন। তিনি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার। জন্ম নামিবিয়ায়। নাম পুরো এক হওয়াতেই যাবতীয় বিভ্রাটের সৃষ্টি।
নামিবিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের দল ঘোষণা করেছে। যে দলের অধিনায়ক করা হয়েছে ১৭ বছরের তরুণ ফাফ ডু’প্লেসিসকে। আরও মজার বিষয় সিনিয়র ডু’প্লেসিসের মতো ১৭ বছরের ডু’প্লেসিসও ডানহাতি ব্যাটার।
সোশ্যাল মিডিয়ায় অনেক মজার মজার পোস্ট এসেছে। তারপর সবার ভুল ভাঙে।
প্রসঙ্গত, দেশের হয়ে খেলা ছেড়ে দেওয়া ডু’প্লেসিস এখন আইপিএল খেলেন। গত তিন বছর তিনি ছিলেন আরসিবিতে। অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছিলেন। কিন্তু ২০২৫ মেগা নিলামের আগে ডু’প্লেসিসকে ছেড়ে দেয় আরসিবি। নিলামে এই ক্রিকেটারকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।
শনিবার থেকেই শুরু হয়ে যাবে আইপিএল। প্রথম খেলা কলকাতা ও আরসিবির। খেলা ইডেনে। কিন্তু আইপিএল শুরুর দু’দিন আগে ফাফ ডু’প্লেসিস নাম নিয়েই যত বিভ্রাট।
