আজকাল ওয়েবডেস্ক: মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে আবার বাইশ গজে। ফের পুরোনো ছন্দে। ঋষভ পন্থের পর করে দেখালেন মুশির খান। লাল বলের ক্রিকেটে স্বপ্নের প্রত্যাবর্তন। শতরানের পর তুলে নিলেন ৬ উইকেট। ৮.২ ওভারে ৩১ রানে ৬ উইকেট পান সরফরাজের ভাই। মঙ্গলবার ওয়েলবেক সিসিতে জন ফ্রেটওয়েল স্পোর্টস কমপ্লেক্সে নটস সেকেন্ড একাদশের বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেন বাঁ হাতি স্পিনার। এমসিএ কল্টসের হয়ে আগের দিন শতরান করেন। ১২৩ রান করে আউট হন। মুশিরের বোলিংয়ে ভর করে ৪২.২ ওভারে প্রতিপক্ষকে ২০১ রানে অলআউট করে দেয় এমসিএ। প্রথম ইনিংসের শেষে ২৪৭ রানে এগিয়ে যায়। প্রথমে ব্যাট করে মুশির এবং মনন ভাটের শতরানে ৪৪৮ রানে শেষ করে। 

গতবছর সেপ্টেম্বরে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন মুশির। তারপর এই প্রথম লাল বলের ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন। ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন ২০ বছরের ক্রিকেটার। তারপর এই প্রথম মুম্বইয়ের জার্সিতে খেললেন। শেষবার অনন্তপুরে ভারতীয় বি দলের হয়ে দলীপ ট্রফির ম্যাচ খেলেন। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে পড়েন। যার ফলে বাকি ঘরোয়া মরশুম থেকে ছিটকে যান। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন মুশির। প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের নজির রয়েছে। গতবছর মার্চে ওয়াংখেড়েতে বিদর্ভের বিরুদ্ধে একশো করেন। এদিন আরও একটি ইতিহাস রচনা করে ফেললেন মুশির।