আজকাল ওয়েবডেস্ক: বড় ঘোষণা করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা বিশ্বজয়ী দলের সদস্যকে বোলিং কোচ হিসেবে নিযোগ করতে চলেছে। 
তিনি পরস মাম্বরে। ২০২৪ সালের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছিল। এবার আসন্ন নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স একপ্রকার স্থির করে ফেলেছে মাম্বরেকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করবে। 

২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন পরস মাম্বরে। পরবর্তীকালে সেই মাম্বরে জাতীয় দলের প্রাক্তন হেডস্যার রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। মাম্বরে ছিলেন সেই দলের সদস্য। দ্রাবিড়-মাম্বরে যুগলবন্দিতে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালও খেলেছিলেন রোহিত শর্মারা। মাম্বরের সময়ে ভারতীয় বোলিংয়ের উন্নতিও লক্ষণীয় ছিল। 

জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের কোচ হয়েছেন। রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরের জুটি তৈরি হচ্ছে রাজস্থানে। মাম্বরে আবার যোগ দিচ্ছে্ন মুম্বই ইন্ডিয়ান্সে। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন লাসিথ মালিঙ্গা, টিএ শেখর। মাম্বরে এলে তাঁদের ভবিষ্যৎ কী হবে? সময় এর উত্তর দেবে।