আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট দলে তিনি ছিলেন না। কিন্তু টি২০ দলে ফিরে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। রবিবার থেকে শুরু হবে ভারত–বাংলাদেশ টি২০ সিরিজ। তার আগে গোয়ালিয়রে অনুশীলনের প্রথম দিন হার্দিক পাণ্ডিয়ার বোলিংয়ে একেবারেই খুশি হতে পারলেন না টিম ইন্ডিয়ার নতুন বোলিং কোচ মরনি মরকেল।


জানা গেছে বোলিং অনুশীলন করছিলেন হার্দিক। নেটের পাশে দাঁড়িয়ে যা দেখছিলেন মরকেল। কিন্তু বোলিংয়ের সময় হার্দিকের অ্যাপ্রোচ একেবারেই খুশি করেনি মরকেলকে। এই বিষয়ে দু’‌জনে দীর্ঘক্ষণ কথাও বলেন। সূত্রের খবর, হার্দিক স্টাম্পের খুব কাছ থেকে বোলিং করছিলেন। যা দেখে অখুশি হন মরকেল।


পাণ্ডিয়ার রান আপ নিয়েও পরামর্শ দিয়েছেন মরকেল। সূত্রের খবর, প্রতিটি বলের পর হার্দিককে পরামর্শ দিচ্ছিলেন মরকেল। এমনি বল ছাড়ার সঠিক সময় নিয়েও হার্দিককে নানা পরামর্শ দেন মরকেল। 


শুধু হার্দিক নন, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদবের মতো তরুণদেরও বোলিং নিয়ে একাধিক পরামর্শ দেন মরকেল। 
বাংলাদেশকে টেস্ট সিরিজে হারিয়ে টি২০ সিরিজে নামছে টিম ইন্ডিয়া। রোহিত, জাদেজা, বিরাটরা এই সংস্করণ থেকে অবসর নেওয়ায় একঝাঁক নতুন মুখকে খেলতে দেখা যাবে। যে দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব।