আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নের বদলা হোবার্টে। প্রথম দুটো টি-টেয়োন্টি ম্যাচে দলে ছিলেন না অর্শদীপ সিং। দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের পর অর্শদীপ সিংকে খেলানোর দাবি তুলেছিলেন ভক্তরা। টি-টোয়েন্টির এক নম্বর বোলার ফেরেন এবং ভারতও ম্যাচ জেতে।
কিন্তু প্রথম দুটো ম্যাচে কেন নামানো হল না পাঞ্জাবী বোলারকে? চারদিক থেকে ধেয়ে আসা প্রশ্নের জবাবে ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল কারণ ব্যাখ্যা করলেন। প্রথম দুটো ম্যাচে বাঁ হাতি বোলারকে না ব্যবহার করার কারণ ব্যাখ্যা করলেন মর্কেল। টি-টোয়েন্টি ফরম্যাটে অর্শদীপের দুর্দান্ত রেকর্ড সম্পর্কে তাঁর যে ভাল ধারণা রয়েছে, তা জানান মর্কেল। দলের সম্পদও যে অর্শদীপ, তাও বলতে ভোলেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার। ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে মর্কেল বলেন, ''অর্শদীপ অভিজ্ঞ। ও জানে বড় প্রেক্ষাপট রয়েছে। আমরা বিভিন্ন কম্বিনেশনের চেষ্টা করছি। অর্শদীপ নিজেও জানে ও একজন বিশ্বমানের বোলার। পাওয়ার প্লেতে সবথেকে বেশি উইকেট নিয়েছে। আমরা জানি অর্শদীপ দলের জন্য কতটা মূল্যবান। এই সফরে অন্যান্য কম্বিনেশনের দিকেও নজর দেওয়া হচ্ছে। অর্শদীপ জানে তা।''
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন তিনি। মূলত অর্শদীপের জন্যই অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে আটকে রাখে ভারত। টি-টেয়েন্টি ফরম্যাটে অর্শদীপ ৬৬টি ম্যাচ থেকে ১০৪টি উইকেট নেন। এগিয়ে আসছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের কম্বিনেশনের খোঁজ করছে ভারতীয় দল।
