আজকাল ওয়েবডেস্ক: বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জন্য আরও বিপদ অপেক্ষা করছে। আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাকিস্তানের দুই তারকার। তার পাশাপাশি ছাঁটা হতে পারে বেতন। একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। চলতি বছর পাকিস্তান তিনটে টেস্ট খেলেছে, মাত্র একটিতে জিতেছে। একদিনের ক্রিকেটে আরও শোচনীয় অবস্থা। ১১ ম্যাচের মধ্যে মাত্র দুটোতে জিতেছে। টি-২০ তে পারফরমেন্সও নজরকাড়া নয়। ১৪ টি-২০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে। তারমধ্যে সবে মাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রীভাবে সিরিজে হেরেছে। ৩৪ বছর পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ হার। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

বেতন কমতে পারে বাবর, রিজওয়ানদের। প্লেয়ারদের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে আইসিসির ৩ শতাংশ লভ্যাংশ থাকে। দুই বছর আগে সিনিয়র প্লেয়ারদের চাপে আইসিসির আয়ের তিন শতাংশ প্লেয়ারদের চুক্তিতে রাখতে বাধ্য হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেটা বাদ দিতে চলেছে বোর্ড। অর্থাৎ, কেন্দ্রীয় চুক্তির অর্থের অঙ্ক কমবে।' ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার পাকিস্তানের। হারের পরই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বসিত আলি। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরা। তৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের একদিনের ক্রিকেটের ইতিহাসে ২০২ রানে হার সবচেয়ে বড় হারের মধ্যে চতুর্থ স্থানে থাকবে। এরপরই আশঙ্কিত হয়ে পড়েন বসিত আলি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চাইছেন না। প্রার্থনা করছেন, যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানায়। পাকিস্তানের প্রাক্তনী মনে করেন, ভারতের থেকে আফগানিস্তানের কাছে হারা ভাল। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামে। প্রথম তিন ওভারের মধ্যে টপ অর্ডারে তিন উইকেট হারায় পাকিস্তান। ফেরেন দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিক। শূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। মাত্র ৯ রান করেন বাবর আজম। মাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ রানে ৬ উইকেট নেন জেডেন সিলস। এর আগে সলমন আঘার নেতৃত্বে ২-১ এ টি-২০ সিরিজ জেতে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হবে। যা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না। এশিয়া কাপেও তেমন হতে পারে।