আজকাল ওয়েবডেস্ক: অ্যান্ডারসন-গাভাসকর সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হন মহম্মদ সিরাজ। তুলে নেন ২৩ উইকেট। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ইংল্যান্ড সফর শুরু হওয়ার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়ে দেয়, পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলবেন তারকা পেসার। কিন্তু বুমরার অনুপস্থিতিতে সিরাজ যেভাবে নিজেকে তুলে ধরেন, তাতে সবাই আশ্চর্য এবং অবাক। বিশেষ করে ওভাল টেস্টে। তারকা না থাকায়, সিনিয়র হিসেবে যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। ওভাল টেস্টের শেষদিন জ্বলে ওঠেন। শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে সাহায্য করেন। 

দেশের একনম্বর বোলারের অনুপস্থিতিতে সবসময় নিজেকে মেলে ধরার রহস্য কী? সিরাজ বলেন, 'দায়িত্ব পেলে আমার পারফরম্যান্স আরও ভাল হয়। সেটা মরা সিরিজ হলেও। দায়িত্ব আমার আত্মবিশ্বাস বাড়ায়। আমার আনন্দ হয়। এজবাস্টনে আমি বলেছিলাম, লোকে আমাকে নিয়ে কথা বলছে। কথা বন্ধ করার সময় এসে গিয়েছিল। আমি জানি কী করছি। লোকে কী বলছে তাতে পাত্তা দিই না। কারণ লোকে আমার লড়াই জানে না। তাসত্ত্বেও আমার মনে হয়েছিল, এবার যাবতীয় কথা বন্ধ হওয়া উচিত। কারণ একটু বেশীই হয়ে যাচ্ছিল।' 

হায়দরাবাদের তারকা জানিয়ে দিলেন, বুমরা‌ না থাকলে, নিজের ওপর বিশ্বাস বেড়ে যায় তাঁর। সতীর্থদেরও আত্মবিশ্বাস যোগান। সিরাজ বলেন, 'পিঠের চোট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য জাস্সি ভাই না থাকলে, আমি বোলিং ইউনিটে ইতিবাচক মনোভাব রাখতে চাই। আমি যখনই আকাশ দীপ এবং বাকিদের সঙ্গে কথা বলি, ওদের মধ্যেও বিশ্বাস ছড়িয়ে দিতে চাই। যে আমরাও করতে পারি। আমরা অতীতে যা করেছি, তার পুনরাবৃত্তি সম্ভব।' সিরাজ জানান, প্রতিপক্ষকে শত্রু মনে করেন তিনি। এই পাঠ তিনি পেয়েছেন বিরাট কোহলির থেকে। মাঠে শত্রু, বাইরে বন্ধু। এই মনোভাব নিয়েই তিনি বাইশ গজে নামেন। এই প্রসঙ্গে সিরাজ বলেন, 'আমি এটা বিরাট কোহলির থেকে শিখেছি। ওর লড়াকু মনোভাব। মাঠের বাইরে খুব ভালভাবে কথা বলে। কিন্তু মাঠে, প্রতিপক্ষ ওর শত্রু। ওর এই জিনিসটা আমার ভাল লাগে। আগ্রাসনই আমার বোলিংয়ের অস্ত্র। সেটা মাঠে না দেখালে, আমি বল করতে পারব না। আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ওর সঙ্গে খেলেছি। আমাদের সম্পর্ক খুব ভাল। মাঠে ফাস্ট বোলারদের আগ্রাসী হওয়া উচিত। বোলারদের থেকে বেশি আগ্রাসন বিরাটের মধ্যে আছে।' বর্তমানে বিশ্রামে সিরাজ। এশিয়া কাপের দলে সুযোগ পাননি। যা নিয়ে সরব হয় বেশ কয়েকজন প্রাক্তন তারকা। এই প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি ওভালের নায়ক।