আজকাল ওয়েবডেস্ক: নেতৃত্ব হারাবেন মহম্মদ রিজওয়ান। এমনই আশঙ্কা তৈরি হয়েছে। এটা ঘটনা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নেতৃত্ব হারাতে পারেন মহম্মদ রিজওয়ান। পিসিবি’র বিবৃতিতে এমনই জল্পনা তৈরি হয়েছে। ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়ানডে অধিনায়ক নির্বাচন করবে তারা। এরপরেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা।
পিসিবি’র বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য এখনও অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। কয়েক দিনের মধ্যেই অধিনায়ক নির্বাচন করা হবে। জানা গিয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন পিসিবি প্রধান মহসিন নকভিকে একটি চিঠি লিখেছেন। সেখানে ওয়ানডে দলের খুঁটিনাটি, বিশেষ করে অধিনায়কত্ব নিয়েও কথা বলতে চেয়েছেন। নকভি পাক কোচের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে খবর।
এটা ঘটনা, গত বছরের নভেম্বরে টি–টোয়েন্টির অধিনায়কত্ব হারালেও রিজওয়ানকেই ওডিআই অধিনায়ক হিসাবে রেখে দেওয়া হয়। টি–টোয়েন্টিতে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হতশ্রী পারফরম্যান্সের পর। এমনকী তাঁকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদও দেওয়া হয়। রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, শান মাসুদের নেতৃত্বে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে শুরুটা ভাল করেছে পাকিস্তান। ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। পরের দু’টি ম্যাচ রয়েছে ৬ এবং ৮ নভেম্বর। উল্লেখ্য, রিজওয়ানের নেতৃত্ব নিয়ে জল্পনার আগে শোনা গিয়েছিল, এশিয়া কাপে ভরাডুবির পর সলমন আলি আঘাকে টি–টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সূত্রের খবর, টি–টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে শাদাব খানকে।
