আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটন সুন্দরের জবাব মিচেল স্যান্টনার। সুন্দর নিয়েছিলেন ৫৯ রানে ৭ উইকেট। আর স্যান্টনার নিলেন ৫৩ রানে ৭ উইকেট। পুণে টেস্টে স্পিনে ভরাডুবি হয়ে ভারতের প্রথম ইনিংস থেমে গেল মাত্র ১৫৬ রানে। ফলে নিউজিল্যান্ড এগিয়ে ১০৩ রানে। প্রথম ইনিংসে কিউয়িরা তুলেছিল ২৫৯।
বেঙ্গালুরু টেস্টে হারের পর সিরিজে সমতা ফেরানোর জন্য পুণেতে স্পিন ট্রাক তৈরি করা হয়েছিল। যা বুমেরাং হয়ে গেল ভারতের কাছে। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে পুণে টেস্টে দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল রোহিত শর্মা অ্যান্ড কোং। লাঞ্চের ঘণ্টাখানেকের মধ্যে ভারতীয় ইনিংস গুটিয়ে গেল ১৫৬ রানে। সর্বোচ্চ রান এল রবীন্দ্র জাদেজার (৩৮) ব্যাট থেকে।
প্রথম দিনের শেষে ১ উইকেটে ১৬ রান ছিল ভারতের। ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা (০)। দ্বিতীয় দিন শুরুটা সাবধানেই করেছিলেন যশস্বী ও শুভমান। কিন্তু দু’জনেই ৩০ রান করার পর ফেরেন। এদিন ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৫০ রানের মাথায়। যখন আউট হন গিল। এরপর যেন শুরু হয় দ্রুত সাজঘরে ফেরার প্রতিযোগিতা। বিরাট (১) ফের ব্যর্থ। তারপর ফেরেন যশস্বী। আশা ছিল বেঙ্গালুরু টেস্টে ভারতকে ম্যাচে ফেরানো সরফরাজ ও পন্থ লড়াই চালাবেন। কিন্তু দু’জনেই এদিন ব্যর্থ। এক জন করলেন ১১। অন্য জন ১৮। অশ্বিনও রান পেলেন না।
এদিন লাঞ্চ অবধি ভারতের ছয় উইকেট পড়ে গিয়েছিল। বাকি তিনটি পড়ল লাঞ্চের পর। এদিন যে ৯ উইকেট পড়ল সবকটিই নিলেন কিউয়ি স্পিনাররা। লাঞ্চের পর ফেরেন জাদেজা, আকাশদীপ ও বুমরা। তিন জনই স্যান্টনারের শিকার। এর আগে তিনি ফেরান গিল, বিরাট, সরফরাজ খান ও অশ্বিনকে। এদিনের বাকি দুই উইকেট নেন গ্লেন ফিলিপস। তাঁর শিকার যশস্বী ও পন্থ।
যা পরিস্থিতি এই টেস্ট ভারতকে জিততে হলে দ্রুত নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে হবে। ইতিমধ্যেই ১০৩ রানে এগিয়ে কিউয়িরা। এই উইকেটে চতুর্থ ইনিংসে ২৫০ রান তাড়া করাও চাপ হয়ে যাবে ভারতের। কারণ উইকেট ক্রমশ ভাঙছে। তার উপর ভারতীয় ব্যাটাররা স্পিন খেলায় পারদর্শীতা দেখাতে পারছেন না।
