আজকাল ওয়েবডেস্ক: রবিবারের জন্য তৈরি গোটা বিশ্ব। এশিয়া কাপের ভারত-পাক লড়াই সবথেকে বড় বক্স অফিস সাম্প্রতিককালের। দুই দলই শেষ মুহূ্র্তে তুলির টান দিচ্ছে। ভারত রবিবার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাঠের বাইরে রেখেই ক্রিকেট-যুদ্ধে নামতে চলেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে রোহিত ও কোহলি অবসর নিয়েছিলেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক মনে করেন রোহিত ও কোহলির অভাব অনুভূত হবে ভারতের সাজঘরে। মিসবা বলেন, ''শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের সামনে ভাল সুযোগ রয়েছে। কারণ ভারতের এই দলে বিরাট কোহলি নেই। নতুনরা পাকিস্তানের এই বোলারদের খেলেইনি। পাকিস্তানি বোলাররা যদি ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরাতে পারে, তাহলে সুযোগ রয়েছে পাকিস্তানের।''
মিসবা যতই কোহলি-খোঁচা দিন না কেন, তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের পারদ চড়ছে, এবার আইপিএল-কে পালটা দিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ...
শ্রীকান্ত বলেন, 'পাকিস্তান ব্যাটে এবং বলে অতি সাধারণ দল। এমনকী শাহিন আফ্রিদিও ভয়ঙ্কর নয়। ওরা ওমানকে হারিয়েছে, যাদের বয়স ৩৪-৩৫। দলে আঙ্কেল ভর্তি। তাই ওদের হারানো বড় বিষয় না। এই বয়সেও আমি ওমানকে নেতৃত্ব দিতে পারি। ওমান আঙ্কেলদের বিরুদ্ধে ওদের বোলিং যথেষ্ঠ ভাল লেগেছে। কিন্তু ভারতের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে কেমন খেলে, সেটাই দেখার। মহম্মদ হ্যারিস রান করেছে। তবে স্কোয়ার লেগ এবং মিড উইকেটের বাইরে মারতে পারে না। বরুণ চক্রবর্তীর বোলিংয়ের বিরুদ্ধে একটা ছয় মারবে, তারপর পরের বলে আউট হবে। ফকর জামানকে ফিরিয়ে দেবে কুলদীপ যাদব। ভারতীয় ব্যাটিং লাইন আপ সম্পূর্ণ আলাদা। শুভমন গিল দারুণ ছন্দে রয়েছে। দুই দলের ব্যাটিংয়ের মধ্যে কোনও তুলনা নেই।'
পাকিস্তান কোচ মাইক হেসন আগের দিন দাবি করেন, মহম্মদ নওয়াজ বিশ্বের সেরা স্পিনার। শ্রীকান্ত মনে করেন, হেসনের কোচিংয়ে সেরকম সাফল্য পায়নি পাকিস্তান। ওমানের বিরুদ্ধে সাইম আইয়ুব যেভাবে আউট হয়েছে, তার জন্যও পাকিস্তানের কোচকে দায়ী করেন ভারতের প্রাক্তনী। শ্রীকান্ত বলেন, 'ও বড় বড় কথা বলে। যেসব দলকে কোচিং করিয়েছে, তাঁরা ভাল করেনি। আরসিবিকে কোচিং করিয়েছে, কিন্তু ওরা সেই সময় কোনও ট্রফি জেতেনি। পাকিস্তান কীভাবে ওর কোচিংয়ে ভাল রেজাল্ট করবে? চোখ বন্ধ করে ব্যাট ছুড়ে দিতে বলেছে। যেভাবে সাইম আইয়ুব আউট হয়েছে, বোঝাই যাচ্ছে সেটা হেসনের জন্য।'
আরও পড়ুন: আমিরশাহি ম্যাচে কেন ছিলেন না অর্শদীপ, ভারত-পাক ম্যাচের আগে মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ...
