আজকাল ওয়েবডেস্ক: আবার পদক হাতছাড়া ভারতের। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতেই ফিরছেন মিরাবাই চানু সাইখম। টোকিওতে রুপো জিতলেও, প্যারিসে পদক এল না। চার নম্বরে শেষ করলেন। দুই রাউন্ড মিলিয়ে মোট ১৯৯ কেজি (৮৮+১১১) তোলেন টোকিওর রুপোরজয়ী। মাত্র এক কেজির জন্য হাতছাড়া হল ব্রোঞ্জ। মোট ছ'জন ভারতীয় অ্যাথলিট চতুর্থ স্থানে শেষ করল। স্ন্যাচ রাউন্ডের শেষে তৃতীয় স্থানে ছিলেন। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডের দ্বিতীয় প্রচেষ্টার পরও ব্রোঞ্জের লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষ চেষ্টায় ১১৪ কেজি তুলতে পারেননি চানু। আবার তীরে গিয়ে তরী ডুবল। ৪৯ কেজি স্ন্যাচ বিভাগে প্রথম চেষ্টায় সফল মিরাবাই চানু। সহজেই ৮৫ কেজি তোলেন মণিপুরের ভারোত্তোলক। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮ কেজি তুলতে ব্যর্থ চানু। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় সফল। দারুণ দৃঢ়তার সঙ্গে ৮৮ কেজি তোলেন চানু। স্ন্যাচ রাউন্ডের শেষে তৃতীয় স্থানে ছিলেন মিরাবাই চানু।
টোকিও অলিম্পিকে স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি তুলেছিলেন ভারতীয় ভারোত্তোলক। এদিন তার থেকে এক কেজি বেশি তোলেন। নিজের আগের পারফরম্যান্সকে ছাপিয়ে যান। তবে রোমানিয়া এবং চীনের প্রতিপক্ষ তাঁর থেকে বেশি ওজন (৯৩ এবং ৯১) তুলে চানুকে ছাপিয়ে যান। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে বাকিদের তুলনায় অনেকটা পরে শুরু করেন চানু। প্রথম রাউন্ডেই ১১১ টার্গেট করেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু পারেননি। মাঝে বেশ কিছুটা সময়ের বিরতি কি পার্থক্য গড়ে দেয়? যদিও দ্বিতীয় প্রচেষ্টায় ১১১ কেজি তুলতে সক্ষম হন চানু। টিকে থাকেন ব্রোঞ্জ পদকের দৌড়ে। তৃতীয় প্রচেষ্টায় ১১৪ কেজি তুলতে পারেননি চানু। তিন থেকে নেমে যান চার নম্বরে। হাতছাড়া পদক। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে তিনটের মধ্যে দুটো মিস।
টোকিও অলিম্পিকে ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মিরাবাই চানু। বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে সোনা রয়েছে ভারতীয় ভারোত্তোলকের। ২০১৮ সালে ধ্যানচাঁদ খেলরত্ন এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ২৯ বছরের মিরাবাই। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন ভারতীয়। তার চার বছর পর গেমস রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। টোকিও অলিম্পিকের আগে তাঁর সেরা সাফল্য ২০১৭ সালে। ক্যালিফোর্নিয়ায় বিশ্বে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মিরাবাই। ৪৯ কেজি বিভাগে 'ক্লিন অ্যান্ড জার্ক' এ প্রাক্তন রেকর্ডধারী ভারতীয় ভারোত্তোলোক।
টোকিও অলিম্পিকে স্ন্যাচ বিভাগে ৮৭ কেজি তুলেছিলেন ভারতীয় ভারোত্তোলক। এদিন তার থেকে এক কেজি বেশি তোলেন। নিজের আগের পারফরম্যান্সকে ছাপিয়ে যান। তবে রোমানিয়া এবং চীনের প্রতিপক্ষ তাঁর থেকে বেশি ওজন (৯৩ এবং ৯১) তুলে চানুকে ছাপিয়ে যান। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে বাকিদের তুলনায় অনেকটা পরে শুরু করেন চানু। প্রথম রাউন্ডেই ১১১ টার্গেট করেন ভারতীয় ভারোত্তোলক। কিন্তু পারেননি। মাঝে বেশ কিছুটা সময়ের বিরতি কি পার্থক্য গড়ে দেয়? যদিও দ্বিতীয় প্রচেষ্টায় ১১১ কেজি তুলতে সক্ষম হন চানু। টিকে থাকেন ব্রোঞ্জ পদকের দৌড়ে। তৃতীয় প্রচেষ্টায় ১১৪ কেজি তুলতে পারেননি চানু। তিন থেকে নেমে যান চার নম্বরে। হাতছাড়া পদক। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে তিনটের মধ্যে দুটো মিস।
টোকিও অলিম্পিকে ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মিরাবাই চানু। বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে সোনা রয়েছে ভারতীয় ভারোত্তোলকের। ২০১৮ সালে ধ্যানচাঁদ খেলরত্ন এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ২৯ বছরের মিরাবাই। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন ভারতীয়। তার চার বছর পর গেমস রেকর্ড ভেঙে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। টোকিও অলিম্পিকের আগে তাঁর সেরা সাফল্য ২০১৭ সালে। ক্যালিফোর্নিয়ায় বিশ্বে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মিরাবাই। ৪৯ কেজি বিভাগে 'ক্লিন অ্যান্ড জার্ক' এ প্রাক্তন রেকর্ডধারী ভারতীয় ভারোত্তোলোক।
