আজকাল ওয়েবডেস্ক: মাঝে আর এক দিন। শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এডিলেড টেস্ট। পারথ টেস্টে জয়ের পর ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে। এদিকে, অসিদের কাছে সুযোগ সিরিজে সমতা ফেরানোর। কারণ এর আগের পিঙ্ক বল টেস্টে ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল এডিলেডে।
পারথ টেস্টে কামিন্সের নেতৃত্ব ও বোলিং প্রশ্নের মুখে পড়েছে। ভারতের কাছে ২৯৫ রানে হার। রীতিমতো উড়ে গিয়েছে অসিরা। পারথে দীর্ঘদিন পর টেস্ট জিতেছে ভারত। তাও আবার এরকম আধিপত্য রেখে।
তবে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন কিন্তু কামিন্সের হয়ে বাজি ধরেছেন। জানিয়েছেন যাবতীয় সমালোচনার জবাব দিয়ে ফিরে আসবেন অসি নেতা। কামিন্সকে অসাধারণ বোলার ও দুর্দান্ত অধিনায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভনের মতে, এরকম এক একটা দিন হতেই পারে। একটা টেস্টে খারাপ মানেই সেই ক্রিকেটার খারাপ হয়ে গেল না। ভনের কথায়, ‘কামিন্স বিশ্বের অন্যতম সেরা এক জন পারফর্মার। দুর্দান্ত অধিনায়ক ও দুর্দান্ত বোলার। তবে পারথ টেস্টে কামিন্স ছন্দে ছিল না। মার্চের পর টেস্ট খেলেনি কামিন্স। তাই এই সমস্যাটা হয়েছে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘এডিলেডে কামিন্স দুর্দান্ত বল করবে বলেই আমার ধারণা। ওর বলে ভালই গতি রয়েছে। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে রীতিমতো বল করে কামিন্স। আমি তো বলব এডিলেডে দেখবেন কামিন্স আগুন ঝড়াবে।’
ভনের কথায়, লাল বলের ক্রিকেট থেকে কামিন্সের দীর্ঘ বিরতিই এই সমস্যায় ফেলেছে। তবে সেটা এডিলেড টেস্টেই কেটে যাবে বলে ভনের ধারণা। পাশাপাশি কামিন্সের নেতৃত্ব নিয়েও চরম আশাবাদী ভন।
