আজকাল ওয়েবডেস্ক: ‘যোগ্যতা অর্জন করবই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে’। মোনাকো ডায়মন্ড লিগ থেকে ভার্চুয়াল মিডিয়া রাউন্ডটেবিলে নিজের কোচ মার্টিন ওয়েন্সকে এই কথাই জানিয়েছেন ভারতীয় অ্যাথলিট অনিমেষ কুজুর। আত্মবিশ্বাসই তাঁর সবচেয়ে বড় অস্ত্র। ২২ বছরের অনিমেষ কুজুরের জন্ম ছত্তিশগড়ের প্রত্যন্ত ঘুইটাঙ্গর গ্রামে জন্ম। বর্তমানে ভারতের ট্র্যাক ও ফিল্ডে নতুন করে ইতিহাস গড়েছেন তিনি। দেশের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে প্রতিনিধিত্ব করতে পারেন। সেক্ষেত্রে দেশের হয়ে এক অনন্য ইতিহাস গড়বেন তিনি। বর্তমানে ভারতের দ্রুততম মানুষ তিনিই। ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গুরিন্দরভীর সিংহের রেকর্ড ভেঙে ফেলেছেন অনিমেষ।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই তরুণ অ্যাথলিট জুলাই মাসে প্রথমবার ডায়মন্ড লিগের অভিজ্ঞতা লাভ করেন। মনাকোতে অনুর্ধ্ব ২৩ ২০০ মিটার ইভেন্টে অংশ নিয়ে ইতিহাসে নাম লেখান তিনি। এই প্রতিযোগিতায় ভারতের প্রথম অংশগ্রহণকারী স্প্রিন্টার তিনি। অস্ট্রেলিয়ার গাউট গাউটের মতো বিশ্বমানের অ্যাথলিটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়ে কোনও রকম ভয় বা দ্বিধা কাজ করেনি তাঁর। ২০.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করলেও দক্ষিণ আফ্রিকার জ্যাক নাঈমের (২০.৪২ সেকেন্ড) ঠিক পিছনে থেকে মাত্র ১/১০ সেকেন্ডের ব্যবধানে পোডিয়াম ফিনিশ হাতছাড়া করেন অনিমেষ। তবুও তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো।
আরও পড়ুন: ওহে গম্ভীর ও শুভমন, সিরিজে সমতা ফেরাতে হলে এই ক্রিকেটারকে খেলাও! কার কথা বললেন এই প্রাক্তনী
বিশ্ব দরবারে ১০০ বা ২০০ মিটারে ভারতকে খুব একটা দেখা যায় না, কিন্তু অনিমেষ সেই চিত্রটাই বদলে দিচ্ছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের সরাসরি যোগ্যতা পেতে হলে ১০০ মিটারে ১০ সেকেন্ড ও ২০০ মিটারে ২০.১৬ সেকেন্ড সময় লাগবে। সেটা যথেষ্ট কঠিন হলেও র্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে সুযোগ পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে তাঁর। তবে অনিমেষ চান সরাসরি যোগ্যতা অর্জন করতে। তাঁর কোচ মার্টিন ওয়েন্স বলেন, ‘অনিমেষের অনুপ্রেরণা কোনও মেডেল বা রেকর্ড নয়, সে নিজেকে উন্নত করতে চায়। তাই ডায়মন্ড লিগে আসাটা ছিল গুরুত্বপূর্ণ। এখানে এসে সে জানতে পারবে কীভাবে অলিম্পিক চ্যাম্পিয়নরা জীবনযাপন করে, কী ত্যাগ স্বীকার করে। শুধু দৌড় আর ওজন তোলা নয়, বরং আইসক্রিম না খাওয়া, বিয়েতে না যাওয়ার মতো ত্যাগের দিকটাও শেখা উচিত’।
আরও পড়ুন: জলের জগের দাম ৩২,৯৯৯ টাকা, স্মার্ট টিভি ৯,৯৯,৫০০! ছত্তিশগড়ে সরকারি কেনাকাটায় ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ
ডায়মন্ড লিগে নোয়া লাইস (১০০ মিটার) ও লেটসিলে তেবোগোর (২০০ মিটার) মতো তারকাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তাঁর ভবিষ্যতের পথ আরও মজবুত করছে। গত ১৫ জুলাই লুসার্নের সিলভার স্ট্যান্ডার্ড মিটে দ্বিতীয় স্থানে থেকে ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে অনিমেষ নিজের ধারাবাহিকতা ফের প্রমাণ করেন। ভারতের দ্বিতীয় দ্রুততম গুরিন্দরভীর সিং (১০.৫৪ সেকেন্ড) অনেকটাই পিছিয়ে ছিলেন। জানা গিয়েছে, এবার অনিমেষ জার্মানির বোখুমে ট্রেনিংয়ের জন্য যাবেন। তারপর দেশে ফিরে আরও কয়েকটি মিটে অংশ নেবেন। সবকিছু মিলিয়ে লক্ষ্য একটাই। আগামী সেপ্টেম্বরে টোকিওয় বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের নাম আরও উঁচুতে তুলে ধরা।
