আজকাল ওয়েবডেস্ক: মোট কত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, আইপিএলের মেগা নিলামের আগে তা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার বসেছিল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। আর তার পরই পরিষ্কার হয়ে যায় পরের আইপিএল ২০২৫-এ খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
বহু যুদ্ধের সৈনিক ধোনিকে পরের আইপিএলে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে কৌতূহলী ছিল গোটা দেশ। দেওয়াললিখন এবার স্পষ্ট রাঁচির রাজপুত্র খেলবেন চেন্নাইয়ের হলুদ জার্সিতেই। ধোনির জন্যই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, গত বারের থেকে এবার অনেক কম টাকায় খেলবেন ধোনি। জানা গিয়েছে, গত বছরের থেকে ৬৬.৬৭ শতাংশ কম টাকা পাবেন তিনি। ৪ কোটি টাকা পাবেন ধোনি।২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ধোনিকে ১২ কোটি টাকায় নিয়েছিল চেন্নাই। এবার তাঁর বেতন কমছে অনেকটাই।
নিয়মানুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচজন খেলোয়াড়কে রিটেন করতে চায়, তাহলে প্রথম তিনজনকে দিতে হবে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি টাকা। শেষ দুজনকে দিতে হবে ১৮ ও ১৪ কোটি টাকা। এর অর্থ হল, ১২০ কোটি টাকার মধ্যে রিটেন করা খেলোয়াড়ের পিছনেই খরচ হয়ে যাবে ৭৫ কোটি। সেক্ষেত্রে মেগা নিলামে হাতে থাকবে ৪৫ কোটি টাকা।
এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দু'জন আনক্যাপড খেলোয়াড় ধরে রাখতে পারবে। তাদের বেতন ৪ কোটি টাকা। ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে ধরে রাখতে পারবে সিএসকে।
অন্যদিকে সিএসকে অধিনায়কের আর্ম ব্যান্ড এবারও থাকবে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। রবীন্দ্র জাদেজার ঝুলিতে ঢুকবে ১৪ কোটি। এদিকে নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। আইপিএলের একটি ম্যাচ খেললেই সংশ্লিষ্ট ক্রিকেটার লাখপতি বনে যাবেন। আর লিগের সব ম্যাচ খেললে সেই ক্রিকেটার হয়ে যাবেন কোটিপতি। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ।
