আজকাল ওয়েবডেস্ক: অ্যারন হার্ডির তিন উইকেট এবং মার্কাস স্টোইনিসের দুরন্ত অর্ধশতরানে বাজিমাত অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের টি-২০ সিরিজে পাকিস্তানকে ক্লিন সুইপ অজিদের। সোমবার হোবার্টে ৭ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। ১১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় অজিরা। কিন্তু স্টোইনিসের ঝড়ো ইনিংসে মাত্র ১১.২ ওভারেই জয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ২৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার। অ্যারন হার্ডি তিন উইকেট নেন। এদিনের জয়ের ফলে ৩-০ তে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।‌ সিরিজ সেরা হন স্পেনসর জনসন। 

অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিশ জানান, আরও একটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে পেরে তাঁরা খুশি। মার্কাস স্টোইনিসের ভূয়সী প্রশংসা করেন অজি অধিনায়ক। পাকিস্তানের নেতা সলমন আগা মনে করেন, মাঝের ওভারগুলোতে তাঁরা ভাল ব্যাট করতে পারেনি। সেখানেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। দল হিসেবে উন্নতি করার বিষয়ে আশাবাদী তিনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। সর্বোচ্চ রান বাবর আজমের। ২৮ বলে ৪১ রান করেন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে টপকে যান বিরাট কোহলিকে।

অভিষেক ম্যাচে রান পাননি জাহানদাদ খান। তবে বল হাতে সফল। তুলে নেন এক উইকেট। পাকিস্তানের বাকি ব্যাটাররা ব্যর্থ। ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু একার হাতেই দলকে জয়ে পৌঁছে দেন। ২৩ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন স্টোইনিস। শেষপর্যন্ত ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অজি অলরাউন্ডার। ঝোড়ো ইনিংসে ছিল ৫টি ছয় এবং ৫টি চার। স্ট্রাইক রেট ২২৫.৯২। ৫২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় অজিরা।