আজকাল ওয়েবডেস্ক: প্রথম তিন জেতার পর চতুর্থ টি-২০ তে হোঁচট খেল ভারত। বুধবার বিশাখাপত্তনামে সিরিজ ৩-১ করল নিউজিল্যান্ড। ২১৬ রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৫০ রানে জয় কিউয়িদের। যদিও নিয়মরক্ষার ম্যাচ হারে সিরিজে কোনও প্রভাব পড়বে না। জয়ের হ্যাটট্রিকে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এদিনের হার টি-২০ বিশ্বকাপের আগে বেশ কিছু প্রশ্ন তুলে দিল। অভিষেক শর্মা শুরুতে আউট হয়ে গেলে কোনও প্ল্যান বি নেই ভারতের। রাজকোটে দুশো রানের বেশি তাড়া করতে নেমে দলকে বৈতরণী পার করান‌ ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। কিন্তু এদিন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার ছিলেন না। স্কাই (৮) রান পাননি। এমন পরিস্থিতিতে শুরুতেই অভিষেককে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে বিশ্বকাপের আগে পাওনা রিঙ্কু সিং। 

কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার আগেই জানিয়েছিলেন, যেকোনো পজিশনে ব্যাট করতে পারেন। এদিন তাঁকে চার নম্বরে নামানো হয়। গৌতম গম্ভীরের মান রাখেন। ৯ রানে জোড়া উইকেট হারানোর পর পাওয়ার প্লে-তে নেমে দলকে লড়াইয়ে ফেরান রিঙ্কু। কিন্তু অন্য প্রান্তে সমর্থন ছিল না। ২৪ রান করেন সঞ্জু স্যামসন। তবে এদিন ভারতের আসল তারকা শিবম দুবে। হারা ম্যাচে একটা সময় পর্যন্ত জয়ের আশা জিইয়ে রাখেন। লড়াইয়ে ফেরান দলকে। আগের ম্যাচে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন অভিষেক শর্মা। এদিন ১৫ বলে ৫০ রান সম্পূর্ণ করেন শিবম দুবে। রেকর্ডবুকে নাম তোলেন। ইস সোধির ওভারে ২৯ রান নেন শিবম দুবে। প্রত্যেক বোলারকে পিটিয়ে ছাতু করেন। ভারতীয়দের মধ্যে টি-২০ তে তৃতীয় দ্রুততম অর্ধশতরান দুবের। ১৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। মারকুটে ইনিংসে ছিল ৬টি ছয়, ২টি চার। কিন্তু দলকে জেতাতে পারলেন না। দুর্ভাগ্যজনক আউট। হর্ষিত রানার শট ম্যাট হেনরির আঙুলে লেগে উইকেটে লাগে। নন স্ট্রাইকারের দিকে ক্রিজের বাইরে বেরিয়ে এসেছিলেন দুবে। ২৩ বলে ৬৫ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছয়, ৩টি চার। বড় চেহারার বাঁ হাতি অলরাউন্ডার আউট হওয়ার পর ভারতের আশাও শেষ হয়ে যায়। 

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা ভাল করে কিউয়িরা। ওপেনিং জুটিতে ১০০ রান যোগ করে ডেভন‌ কনওয়ে (৪৪) এবং টিম সেইফার্ট (৬২)। কিন্তু তারপরই পতনের শুরু। মিডল ওভারে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। শুরুটা ভাল করেও ২৪ রানে ফেরেন গ্লেন ফিলিপস। শেষদিকে দুশোর গণ্ডি পার করতে দলকে সাহায্য করেন ড্যারেল মিচেল। ১৮ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলে শূন্য রানে ফেরেন অভিষেক শর্মা। রান পাননি সূর্যকুমারও। ৯ রানে ২ উইকেট হারায় ভারত। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। তবে দলকে লড়াইয়ে ফেরান রিঙ্কু সিং এবং শিবম দুবে। বিশ্বকাপের আগে এই দু'জন ভারতের বড় পাওনা। ৩০ বলে ৩৯ রান করেন রিঙ্কু। ২৩ বলে ৬৫ রানে রান আউট হন শিবম। ১৮.৪ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে ভারতের ইনিংস। ৩ উইকেট মিচেল স্যান্টনার।