আজকাল ওয়েবডেস্ক: টেবিল টেনিসে হতাশজনক পারফরম্যান্স মনিকা বাত্রার। মেয়েদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতের টেবিল টেনিস তারকা। বুধবার সাউথ প্যারিস এরিনা ৪ এর টেবিল ওয়ানে জাপানের মিউ হিরানোর কাছে ৪-১ গেমে হেরে যান মনিকা। ম্যাচের ফলাফল ১১-৬, ১১-৯, ১৪-১২, ১১-৮, ১১-৬। ৪৫ মিনিটের লড়াইয়ে ছিটকে যান ভারতীয় প্যাডলার। প্রথম ভারতীয় হিসেবে টেবিল টেনিসে অলিম্পিকের শেষ ষোলোয় যাওয়ার নজির গড়েছিলেন মনিকা। কিন্তু টুর্নামেন্টের অষ্টম বাছাইয়ের কাছে আত্মসমর্পণ করলেন। অলিম্পিকের পদক জয়ীর বিরুদ্ধে কোনওদিন একটি গেমের বেশি জিততে পারেননি মনিকা। এদিনও তাই হল। তবে শুরুটা ভাল করেছিলেন।

প্রথম গেমে একটা সময় স্কোর ছিল ৬-৬। একবার এগিয়েও লিড ধরে রাখতে পারেননি । পরপর পাঁচ পয়েন্ট জিতে গেম পকেটে পুরে ফেলেন জাপানের প্রতিপক্ষ। প্রথম দুটো গেম হারার পর তৃতীয় গেমে দারুণ প্রত্যাবর্তন করেন মনিকা বাত্রা। ১৪-১২ পয়েন্টে জেতেন। আশা জাগান। চতুর্থ গেমে ২-৬ এ পিছিয়ে পড়েও পরপর চারটে পয়েন্ট জিতে জাপানের প্রতিপক্ষকে ধরে ফেলেন। কিন্তু শেষমেষ পারলেন না। চতুর্থ গেম ১১-৮ এ হেরে যান। পঞ্চম গেমে শরীরীভাষা নেতিবাচক দেখায় ভারতীয় টেবিল টেনিস তারকার। যেন হারার আগেই হেরে বসেন। শেষ গেমে দাঁড়াতেই পারেনি। অনায়াসে তাঁকে ১১-৬ এ উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন মিউ হিরানো। 

অন্যদিকে এশিয়ার সেরা হয়েও অলিম্পিকে ব্যর্থ। শুরুতেই থামল অনুশ আগরওয়ালের ঘোড় দৌড়। কলকাতার ইকুয়েস্ট্রিয়ানকে নিয়ে আশা ছিল। এশিয়ান গেমসে জোড়া পদক পান। ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নবম স্থানে শেষ করে বিদায় নেন বালিগঞ্জের ছেলে। ১৭ বছরের ঘোড়া নিয়ে নামেন অনুশ। ৬৬.৪৪৪ স্কোর করেন। এই গ্রুপের সব প্রতিযোগীর রুটিনের শেষে দেখা যায় নবম স্থানে কলকাতার ইকুয়েস্ট্রিয়ান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাঁকে। প্রত্যেক গ্রুপ থেকে প্রথম দুই প্রতিযোগী পরের রাউন্ডে যায়। ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করলেন কলকাতার অনুশ।