আজকাল ওয়েবডেস্ক:‌ এরিক টেন হ্যাগের উত্তরসূরী কে হবেন?‌ আলোচনায় ভাসছে একাধিক নাম। জঘন্য পারফরম্যান্সের পর সোমবারই টেন হ্যাগকে বহিষ্কার করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। 


আলোচনার শুরুতেই চলে আসছে স্পোর্টিং লিসবনের ৩৯ বছর বয়সী কোচ রুবেন আমোরিমের নাম। সূত্রের খবর, রেড ডেভিলসদের কোচ হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে। এছাড়াও তালিকায় রয়েছে ব্রেন্টফোর্ডের ম্যানেজার টমাস ফ্রাঙ্ক ও ফুলহামের ম্যানেজার মার্কো সিলভার নাম।


১৪ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দল ওয়েস্ট হ্যামের কাছে হেরে যেতেই চাকরি যায় টেন হ্যাগের। যদিও মোহভঙ্গ হয়েছিল অনেকদিন আগেই। তবুও সময় দেওয়া হয়েছিল। কিন্তু আর নয় বলেই মনে করেছেন রেড ডেভিলস কর্তারা। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন টেন হ্যাগের সহযোগী রুড ভ্যান নিস্তেলরুই। যিনি ম্যান ইউয়েরই প্রাক্তনী।


এদিকে, একাধিক ব্রিটিশ মিডিয়ার দাবি, তরুণ কোচ হিসেবে আমোরিমকেই চাইছে ম্যান ইউ। সূত্রের খবর, তাঁর সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে। এর আগে লিভারপুলের পরবর্তী কোচ হিসেবেও আমোরিমের নাম আলোচনায় এসেছিল। কিন্তু তা বাস্তব হয়নি।