জিতু কমল বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত নাম। ছোটপর্দা থেকে বড়পর্দা, দাপিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে তাঁকে দর্শকরা 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন 'আর্য'র ভূমিকায়। তবে তিনি ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় 'এরাও মানুষ' নামক ছবির শ্যুটিং করছিলেন। আর সেই ছবির সেটেই এদিন অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই তড়িঘড়ি কলকাতা নিয়ে আসা হয় তাঁকে। ভর্তি করানো হয় হাসপাতালে। 

 

 

সূত্র মারফত আজকাল ডট ইন জানতে পেরেছে, শুট করতে করতেই অজ্ঞান হয়ে যান জিতু। হঠাৎ করেই এদিন তাঁর বুকে ব্যথা হতে থাকে। কাঁপুনি দিয়ে জ্বরও আসে বলেই জানা গিয়েছে। আগে থেকেই জ্বরে ভুগছিলেন পর্দার 'আর্য'। তার জেরেই এত বাড়াবাড়ি হয়েছে কিনা সেটা জানা যায়নি। 

 

 

বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জিতু কমল। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কড়া নজর রয়েছেন চিকিৎসকদের। তবে অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। কেন অভিনেতা আচমকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কেনই বা তাঁর বুকে ব্যথা হচ্ছিল সেটা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 

 

 

প্রসঙ্গত 'এরাও মানুষ' ছবিতে জিতু কমলের সঙ্গে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তাঁরা দুজনে এর আগে 'বাবুসোনা', 'আমি আমার মতো', ইত্যাদি ছবিতে জুটি বেঁধেছেন। চলতি বছরে জিতু কমলের 'গৃহপ্রবেশ' ছবিটি দর্শকদের থেকে বেশ ভাল সাড়া পেয়েছিল। সেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করেও তাক লাগাচ্ছেন অভিনেতা। টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছে 'চিরদিনই তুমি যে আমার'। তাঁর এবং দিতিপ্রিয়া রায়ের অনস্ক্রিন রসায়ন পছন্দ হয়েছে দর্শকদের।