আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই শনিদেবের অধিপতি অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। আগামী ১৯ নভেম্বর ঘটবে এই স্থান বদল। তার জেরেই বদলে যাবে একাধিক রাশির জাতকদের ভাগ্য।
2
8
সমস্ত গ্রহদের রাজা বলে মনে করা হয় সূর্যকে। সেই সূর্য যখন অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে তখন ৩টি রাশির ভাগ্যের চাকা ঘুরবে। কর্মক্ষেত্রে সাফল্য থেকে পারিবারিক সুখ সবই লাভ করবেন এই ৩ রাশির জাতকেরা।
3
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে সূর্য বিশাখা নক্ষত্রে রয়েছে। সেটি যখন অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে তখন তার শুভ ফল পাবেন মিথুন রাশির জাতকেরা।
4
8
মিথুন রাশিরা এই সময় ব্যবসায় ভাল লাভ করবেন। যাঁরা চাকরি করেন তাঁদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃদ্ধি হবে আয়। বৈবাহিক জীবনও এই সময় ভালই কাটবে।
5
8
সূর্যের এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁদের জীবনেও এই সময় ইতিবাচক ঘটনা ঘটবে।
6
8
যে বৃশ্চিক রাশিরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের এই সময় মনের ইচ্ছে পূর্ণ হবে। আয়ের নতুন পথ খুলে যাবে। পরিবারের সঙ্গেও ভাল সময় কাটাবেন।
7
8
সূর্যের এই স্থান পরিবর্তন ভাল সময় বয়ে আনবে সিংহ রাশিদের জন্যেও। এই রাশির জাতকদেরও ১৯ নভেম্বরের পর থেকে আর্থিক অবস্থা ভাল হবে বৃশ্চিক এবং মিথুন রাশির মতো।
8
8
নতুন কোনও প্রকল্প শুরুর কথা ভাবলে সেটা এই সময়েই বাস্তবায়িত হবে। সিংহ রাশিরা তাঁদের সন্তানদের বিষয়ে ভাল খবর পাবেন এই সময়। কর্মক্ষেত্রেও উন্নতির প্রবল সম্ভাবনা আছে তাঁদের।