দিল্লি। দেশের রাজধানী। শীত আসার কিছু আগে থেকেই, সেই দিল্লি রোজ শিরণামে, দূষণের কারণে।
2
7
পরিস্থিতি বিচারে দিওয়ালিতে রাশ টানা হয়। কৃত্রিম বৃষ্টির চেষ্টা করা হয়। তবে এসব চেষ্টা প্রতিবছর চললেও, দিল্লি সেই একই তিমিরে দাঁড়িয়ে।
3
7
এবার কৃত্রিম বৃষ্টির জন্য বিপুল অঙ্কের খরচের পরেও কোনও সুরাহা হয়নি। উলটে দিল্লিবাসির জন্য আরও বড় ভয়ের কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা।
4
7
তাঁদের মতে, দিল্লি ঘন কুয়াশা, ধোঁয়াশার চাদরে ঢাকা থাকার কারণে, পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছচ্ছে না সেখানে।
5
7
ফলে রাজধানীর বাসিন্দাদের ভিটামিন-ডি'র ঘাটতি দেখা দিতে পারে, দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চললে, তা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তেমনটাই মত বিশেষজ্ঞদের। সেই কারণে সাধারণ মানুষকে ভিটামিন-ডি'র জন্য বিক
6
7
বুধবার, দিল্লির বায়ু মান সূচক (AQI) ৩২৫। যা 'গুরুতর' বলে বিবেচ্য। কমপক্ষে দশটি পর্যবেক্ষণ কেন্দ্র বায়ুর মান 'খুব খারাপ' বলে জানিয়েছে।
7
7
এর মাঝেই সামনে এসেছে আরও এক তথ্য, এই মাসের শুরুতে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (IHME) কর্তৃক প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে করা বিশ্লেষণে অনুমান করা হয়েছে যে গত বছর জাতীয় রাজধানীত