আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩৬ মাসের ফিক্সড ডিপোজিট স্কিম এমন এক জনপ্রিয় বিনিয়োগ পরিকল্পনা যেখানে আপনি এককালীন অর্থ নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে স্থির হারে সুদ উপার্জন করতে পারেন। তিন বছরের এই মেয়াদে সাধারণ নাগরিক ও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা সুদের হার প্রযোজ্য হয়।


এই স্কিমের মেয়াদ ৩৬ মাস (৩ বছর)। সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৩০%। প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৬.৮০%। তবে মনে রাখতে হবে, এসবিআই সময় সময় তাদের সুদের হার পরিবর্তন করতে পারে। তাই বিনিয়োগের আগে সর্বশেষ হার জানতে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ শাখায় যোগাযোগ করা উচিত।


এই FD স্কিমে আপনি আপনার সুবিধা অনুযায়ী সুদ পাওয়ার পদ্ধতি বেছে নিতে পারেন।
মাসিক
ত্রৈমাসিক (প্রতি তিন মাসে একবার)
ষান্মাসিক (প্রতি ছয় মাসে একবার)
বা মেয়াদ শেষে (maturity-তে)
যারা নিয়মিত আয়ের পরিকল্পনা করেন, তাদের জন্য মাসিক বা ত্রৈমাসিক পেমেন্ট উপযুক্ত। আর যারা পুরো মেয়াদ শেষে একসাথে টাকা পেতে চান, তারা “on maturity” বিকল্পটি বেছে নিতে পারেন।


এসবিআই ফিক্সড ডিপোজিটকে CRISIL রেটিং সংস্থা FAAA/Stable রেটিং দিয়েছে—যা অত্যন্ত নিরাপদ বিনিয়োগের সূচক। অর্থাৎ, মূলধন ও সুদ ফেরতের ক্ষেত্রে ঝুঁকি প্রায় নেই বললেই চলে।
FD থেকে অর্জিত সুদের উপর আয়কর আইনের অধীনে TDS কাটা হয়। আপনার মোট আয় অনুযায়ী এই করের পরিমাণ নির্ধারিত হবে। তবে ফর্ম ১৫জি বা ১৫এইচ জমা দিলে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে, আপনি TDS থেকে অব্যাহতি পেতে পারেন।


এসবিআই FD স্কিমে প্রয়োজনে আপনি ১৫,০০,০০০ পর্যন্ত অর্থ মেয়াদ শেষের আগেই তুলতে পারেন। তবে, এর জন্য নির্দিষ্ট হারে জরিমানা ধার্য হবে। তাই অগ্রিম উত্তোলনের আগে সমস্ত শর্ত ভালোভাবে জেনে নেওয়া উচিত।


এসবিআই ৩৬ মাসের FD-তে বিনিয়োগের দুটি সহজ উপায় আছে—
ব্যাংক শাখায় গিয়ে: ফর্ম পূরণ করে ও অর্থ জমা দিয়ে সরাসরি FD শুরু করতে পারেন।
নেট ব্যাংকিং-এর মাধ্যমে: লগইন করুন SBI NetBanking অ্যাকাউন্টে।
‘Deposit Schemes’ ট্যাব থেকে ‘Fixed Deposit’ অপশনটি বেছে নিন।
আপনার অ্যাকাউন্ট নম্বর লিংক করে মেয়াদ ও পরিমাণ নির্ধারণ করুন।
অনলাইনেই টাকা ট্রান্সফার করে FD খুলুন।


FD খোলার পর পুরো মেয়াদ জুড়ে সুদের হার স্থির থাকবে—যা বাজারের ওঠানামা থেকে বিনিয়োগকে সুরক্ষা দেয়।
২ লক্ষ টাকার বিনিয়োগে রিটার্ন
সাধারণ নাগরিকদের জন্য:
মূলধন: ২,০০,০০০
সুদহার: ৬.৩০% বার্ষিক
মেয়াদ: ৩৬ মাস
মেয়াদ শেষে মোট পরিমাণ প্রায় ২,৪০,২০০, অর্থাৎ লাভ ৪০,২০০।


প্রবীণ নাগরিকদের জন্য:
মূলধন: ২,০০,০০০
সুদহার: ৬.৮০% বার্ষিক
মেয়াদ: ৩৬ মাস
 মেয়াদ শেষে মোট পরিমাণ প্রায় ২,৪৩,৪০০, অর্থাৎ লাভ ৪৩,৪০০।


সুতরাং, যারা নিরাপদ ও স্থিতিশীল রিটার্ন খুঁজছেন, তাদের জন্য SBI-র ৩৬ মাসের ফিক্সড ডিপোজিট স্কিম একটি আদর্শ বিকল্প হতে পারে।