আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপারটা ছিল একরকম। তারপর কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল পুরো ঘটনা। ব্যালন ডি অর পুরস্কারকে ঘিরে কয়েক ঘণ্টা ধরে চলল একের পর এক নাটক। সোমবার সন্ধ্যা পর্যন্ত মোটামুটি সকলের একটা অনুমান ছিল এবারের ব্যালন ডি অর পাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু হঠাৎই ফাঁস হয়ে যায় এবারের সেরা ফুটবলারের খেতাব ভিনির হাতে নয়, উঠছে ম্যান সিটি মিডফিল্ডার রড্রির হাতে। হলও তাই। ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর প্রিমিয়ার লিগ থেকে প্রথম কেউ এই খেতাব জিতলেন। রড্রি পিছনে ফেললেন ভিনিসিয়াস জুনিয়র, জ্যুড বেলিংহ্যামকে।

 

 

 

গত মরসুমে ধারাবাহিক ভাবে ক্লাবের হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়ে গেছেন রড্রি। ২০২৩/২৪ মরসুমে পরপর চতুর্থবারের জন্য প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পাশাপাশি, রড্রি টুর্নামেন্টে আটটি গোল এবং নয়টি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্পেনের ইউরো কাপ জয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পেলেও গোটা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা ব্যালন ডি অর জিততে সাহায্য করেছে রড্রিকে।

 

জর্জিয়ার বিরুদ্ধে রড্রির গুরুত্বপূর্ণ গোল চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতা দেখিয়েছে। ব্যালন ডি অরের যোগ্য বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করে কিংবদন্তি মিডফিল্ডারদের সারিতে স্থান করে নিয়েছেন রড্রি। তবে ম্যান সিটি মিডফিল্ডারের ব্যালন ডি অর জেতার পর এই কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ফুটবল সমর্থক এবং প্রাক্তন ফুটবলাররা। তাঁদের মতে, ভিনিসিয়াস জুনিয়র যোগ্য বিজেতা ছিলেন।

 

 

 

আর যদি জাতীয় স্তরের পারফরম্যান্স দেখা হয় তাহলে ড্যানি কার্ভাহাল নয় কেন? স্পেনের হয়ে ইউরো জেতার পাশাপাশি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউসিএল ফাইনালে গোল রয়েছে স্প্যানিশ রাইট ব্যাকের। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এমনকি, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাতারাতি প্যারিসে যাওয়াই বাতিল করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবের ফুটবলার সহ ৫০ জন প্রতিনিধির যাওয়ার কথা ছিল প্যারিসে। কিন্তু রড্রির ব্যালন ডি অর জেতার কথা ফাঁস হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাবের তরফে।