আজকাল ওয়েবডেস্ক: ১২ বছরের সোনালি কেরিয়ারের পর অবশেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শেষ হল একটা যুগ, একটা অধ্যায়ের। এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে মদ্রিচ জানিয়ে দিলেন আসন্ন ক্লাব বিশ্বকাপের পরেই তিনি বিদায় নেবেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব থেকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় এই ঘোষণা করেন ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এবং ক্লাব ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলার।

চলতি মরশুমে সেরকমভাবে সাফল্যের মুখ না দেখলেও মাঠে নেমে নিজের ছোঁয়া বরাবরের মতো দেখিয়ে গিয়েছেন লুকা। গত ১২ বছর ধরে মাদ্রিদের মিডফিল্ডের স্তম্ভ ছিলেন তিনি। বিশেষ করে তাঁর এবং টনি ক্রুজের জুটি বহু বড় ম্যাচ জিতিয়েছে স্প্যানিশ জায়ান্টকে। ২০১২ সালে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ক্রোয়েশিয়ান তারকা। এরপর প্রায় ১২ বছরের কেরিয়ারে ক্লাবের হয়ে খেলেছেন ৬০০-র কাছাকাছি ম্যাচ। জিতেছেন প্রায় ৩০টি ট্রফি।

এর মধ্যে আছে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ৪টি লা লিগা শিরোপা। মদ্রিচ জানিয়েছেন, আগামী শনিবার (১৮ মে) লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে শেষ হোম ম্যাচ খেলবেন তিনি। এরপর ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় মদ্রিচ লেখেন, ‘সময় এসে গিয়েছে। এটা সেই মুহূর্ত যেটা আমি কখনওই চাইনি। কিন্তু ফুটবলে যেমন, জীবনে সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে… শনিবার আমি বার্নাবেউয়ে আমার শেষ ম্যাচ খেলব’। 

তিনি আরও লেখেন, “রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার জীবনকে বদলে দিয়েছে – একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে। আমি গর্বিত যে ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল যুগের অংশ হতে পেরেছি। যদিও ক্লাব বিশ্বকাপের পর মাঠে আর এই জার্সি পরবো না, তবুও আমি চিরকাল একজন ‘মাদ্রিদিস্তাই’ থাকব’।