আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক শেষ করেছেন লুকা মদ্রিচ। ক্লাব বিশ্বকাপের শেষ বাঁশি বাজতেই এক বছরের জন্য এসি মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই তারকা মিডফিল্ডার।
রিয়ালের জার্সিতে ১৩ বছর খেলেন ৩৯ বছর বয়সী মদ্রিচ। মাদ্রিদের ক্লাবের হয়ে তিনি ২৮টি খেতাব জিতেছেন। এর মধ্যে ছ'টি ইউরোপীয় কাপ, ছ'টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দু'টি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ।
রূপকথার বিদায় বলতে যা বোঝায় তা হল না। হার দিয়ে শেষ হল দারুণ এক অধ্যায়। মধুরেণ সমাপেয়ৎ হোক, সেটাই চান সবাই। কিন্তু লুকা মদ্রিচের জন্য শেষটা হল অন্যভাবে।
প্য়ারিস সাঁ জাঁ-র কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হতে হল রিয়াল মাদ্রিদকে। ক্লাব বিশ্বকাপে থেমে গেল রিয়ালের দৌড়।
আরও পড়ুন: লর্ডসে ছড়াল উত্তাপ, কোহলির অভাব অনুভব করলেন তারকা অজি ক্রিকেটার
ফিফা ক্লাব বিশ্বকাপের সোশ্যাল মিডিয়ায় মদ্রিচের ছবি পোস্ট করে লেখা হয়, ''থ্যাঙ্ক ইউ, মদ্রিচ।'' ক্রোয়েশিয়ার তারকা লিখেছিলেন, ''মুহূর্তটা অবশেষে এসেই গেল। কোনও দিন চাইনি এই মুহূর্তটা আসুক। তবে এটাই ফুটবল। জীবনে সব কিছুর শুরু এবং শেষ আছে। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিলাম। দারুণ কিছু করতে চেয়েছিলাম। ভাবতেও পারিনি বাকি বছরগুলো এমন যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে ফুটবলার এবং মানুষ হিসাবে আমার জীবন বদলে গিয়েছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত।''
৩৯ বয়সী ক্রোয়েশিয়ান তারকা পিএসজি-র বিরুদ্ধে মাঠে নামেন ৬৪-তম মিনিটে। ততক্ষণে খেলার রাশ চলে গিয়েছে পিএসজি-র হাতে। ওই পরিস্থিতিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনাটা কঠিন ছিল মদ্রিচের পক্ষে। তবুও বর্ষীয়ান তারকাকে নিজের কাজ করতে দেখা গিয়েছে। যে কাজের জন্য তিনি বিখ্যাত। তিনিই মাঝমাঠের মায়েস্ত্রো। ডিফেন্স চেরা বল বাড়ান, গোটা দলের তিনিই ব্যান্ডমাস্টার।
Thank you, Modric! pic.twitter.com/HFju1vsVeh
— FIFA Club World Cup (@FIFACWC)Tweet by @FIFACWC
রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ ছিল এটাই। যদিও মে মাসে তাঁর আনুষ্ঠানিক ফেয়ারওয়েল হয়ে গিয়েছে বার্নাব্যুতে। মাঠেই শেষের গান গেয়ে ফেললেন তিনি। সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেন। পিএসজি-র খেলোয়াড়ররাও এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করেন।
রিয়ালের হয়ে ১৩ বছরে প্রায় ৬০০টি ম্যাচ তিনি খেলেছেন। ২৮ টি ট্রফি জিতেছেন। ক্লাবের জার্সিতে লুকা মদ্রিচ শেষ করলেন তাঁর বর্ণময় কেরিয়ার। গোটা কেরিয়ারে তাঁর উপরে বর্ষিত হয়েছে শ্রদ্ধা, ভালবাসা। তাঁর পরম্পরা কে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই এখন দেখার।
রিয়ালের কোচ আলোন্সো যে ভাবে দলকে আগামী দিনে গড়ে তুলতে চান, তার অংশ নন মদ্রিচ। ৩৯ বছর বয়সই এ ক্ষেত্রে অন্তরায়। যে পরিশ্রম রিয়ালের মাঝমাঠে দরকার, তা মদ্রিচ করতে পারবেন না জেনেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ায়নি ক্লাব। কিন্তু এসি মিলান যে চায় মদ্রিচের অভিজ্ঞতা। তাঁকে মাঝমাঠে রেখেই এগিয়ে যেতে চায় ইতালির বিখ্যাত ক্লাব।
????OFFICIAL: Luka Modrić joins AC Milan on a one-year deal, with an option to extend until 2027.
— MARCA in English ???????? (@MARCAinENGLISH)
New chapter, shirt No. 14. ????????#modric #lukamodric #madrid #milan #acmilan #realmadrid pic.twitter.com/bTzZunsyX4Tweet by @MARCAinENGLISH
নতুন ক্লাবে পা রেখে মদ্রিচ বলেন, ''এসি মিলানে পা রেখে দারুণ লাগছে। সামনে চ্যালেঞ্জ, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আমি।''
আরও পড়ুন: লর্ডসে হারল কেন টিম ইন্ডিয়া? ভারতের তারকা ক্রিকেটারকে দায়ী করলেন তাঁরই আইপিএল দলের সতীর্থ
