আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের মাঝেই ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব সোয়ানসি সিটিতে বিনিয়োগকারী হিসেবে যোগ দিলেন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। সোমবার ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।  ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ গত ১৩ মরশুম ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। 


ইতিমধ্যেই ছ’টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। কেরিয়ারে টটেনহ্যাম হটস্পারেও গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে মদ্রিচের। যদিও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মোট কত টাকা বিনিয়োগ করেছেন তা ক্লাব প্রকাশ করেনি। তবে ক্লাবের ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, ‘এটা একটা বড় সুযোগ আমার কাছে। সোয়ানসি একটি বড় পরিচয়, অসাধারণ সমর্থক এবং উচ্চ পর্যায়ে প্রতিযোগিতার স্পষ্ট লক্ষ্য রয়েছে এই ক্লাবের’। 


মদ্রিচ আরও যোগ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে খেলছি। সেই অভিজ্ঞতা আমি ক্লাবের কাজে লাগাতে চাই। আমার লক্ষ্য হল ক্লাবের ইতিবাচক উন্নয়নে সহায়তা করা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা’। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে মদ্রিচের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রও এই পদক্ষেপ নিয়েছেন। 


ফ্রান্সে লিগ ২-এর ক্লাব কাঁ এবং পর্তুগিজ ক্লাব এফসি আলভারকার মালিকানায় বিনিয়োগ করেছেন এই দুই তারকা ফুটবলার। তবে এর পাশাপাশি মদ্রিচ পুরোপুরি মনোযোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের দিকে। বুধবার রিয়াল তাদের ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে। প্রথম লেগের পর তারা ৩-০ গোলে পিছিয়ে রয়েছে।