আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৮ অবধি ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি। সদ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এরপরই জোড়া গোল করে দলকে জেতালেন মেসি। শরীর ছুঁড়ে হেডে গোল করেন লিওনেল মেসি। সেই সঙ্গে মেজর লিগ সকারের সর্বকালের রেকর্ডও নিজের নামে করে ফেললেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। কেরিয়ারে ৯০০ গোল থেকে আর মাত্র ৯ গোল দূরে মেসি। 


আমেরিকার মেজর লিগ সকারের লিগ পর্বের ম্যাচে তৃতীয় স্থানে শেষ করেছিল মায়ামি। প্লে অফে তাদের প্রতিপক্ষ ছিল ন্যাশভিলে। দুই দলের তিনটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কনফারেন্সের সেমিফাইনালে কে খেলবে? গতবার এই রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার ন্যাশভিলেকে ৩–১ গোলে হারিয়ে এগিয়ে রইল জাভিয়ের মাসচেরানোর দল। যার নেপথ্যে মেসির ম্যাজিক।

 

আরও পড়ুন:‌ মহসিন নকভির বোর্ডে অদ্ভুত কাণ্ড, পাক অধিনায়ককে বানিয়ে দেওয়া হল বোর্ড কর্তা 


ঘরের মাঠে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সি মহাতারকা। সাধারণত তাঁকে হেডে গোল দিতে দেখা যায় না। তবে লুইস সুয়ারেজের ভাসানো বল যখন বক্সের এসে পড়ছে, তখন মেসির চারদিকে কোনও ডিফেন্ডার ছিলেন না। সেই সুযোগ শূন্যে শরীর ছুঁড়ে বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আয়েন্দে। ৯৬ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগে ফাঁকা গোলে বল ঠেলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। এই নিয়ে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৮৯১। যেখানে হেডে গোল মাত্র ২৯টি। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে ন্যাশভিলের হানি মুখতার একটি গোল শোধ করেন।


এদিকে, এই ক্যালেন্ডার বর্ষে মেজর সকার লিগে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। অন্যদিকে, এই মরশুমে মেসির গোল ৩১টি। যার মধ্যে লিগে ২৮ ম্যাচে ২৯টি গোল করে গোল্ডেন বুটও পেয়েছেন।