আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএল আদৌ হবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। দেশের একনম্বর লিগের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। এবার সমস্যার সমাধানে ফিফার হস্তক্ষেপে চাইছে ফুটবলাররা। ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার সরাসরি ফিফার শরণাপন্ন একাধিক তারকা ফুটবলার। তালিকায় আছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গন এবং গুরপ্রীত সিং সান্ধু। কোনও সাতপাঁচ না ভেবেই সরাসরি ফিফাকে চিঠি লেখেন তিন তারকা। সুনীল লেখেন, 'জানুয়ারি এসে গেল। ইন্ডিয়ান সুপার লিগ চলার কথা। কিন্তু তার বদলে আমাদের ভয়ে ভয়ে দিন কাটছে। প্লেয়ার, স্টাফ, কর্তৃপক্ষ, ফ্যানরা স্বচ্ছতা চাইছে। আমরা সুনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়।'
বাকি প্লেয়ারদের পক্ষ থেকেও একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়, 'আমরা একটা অনুরোধ করতে চাই। ভারতীয় ফুটবলের গভর্নিং বডি নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না। ভারতীয় ফুটবল ক্রমশ অসাড় হয়ে পড়ছে। এটা আমাদের শেষ প্রচেষ্টা। তাই আমরা ফিফার হস্তক্ষেপে চাইছে। যাতে ভারতীয় ফুটবল বেঁচে যায়। আশা করছি আমাদের এই বার্তা জুরিখে পৌঁছবে। এটা কোনও রাজনৈতিক বার্তা নয়। আমরা এটা করতে বাধ্য হয়েছি। হয়ত এটা শুনতে অবাক লাগবে, তবে আমরা একটা অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই জায়গা থেকে রক্ষা করতে হবে। আমরা শুধু ফুটবল খেলতে চাই। আমাদের এটা করতে সাহায্য করো।'
প্রসঙ্গত, আইএসএলে অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করার জন্য ফেডারেশন চিঠি পাঠায় আইএসএল ক্লাবগুলোকে। ক্লাবগুলোর কাছে ফেডারেশন অনুরোধ করে, ১ জানুয়ারির মধ্যে যেন অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করে জানানো হয়। অর্থাৎ ক্লাবগুলোর হাতে মাত্র একদিন সময় ছিল। একদিনের মধ্যেই তাঁদের অবস্থান জানাতে হত। ২৩ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে যেকোনও একটা সময়ে লিগ শুরু করার চেষ্টা চলছিল। কতদিন ধরে টুর্নামেন্ট চলবে, সেটা নির্ভর করছে অংশগ্রহণকারী দলগুলোর সংখ্যার ওপর। সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কড়া অবস্থান নিয়েছে। যে ক্লাব অংশ নিতে ইচ্ছুক নয়, তাঁদের বাইরে রেখেই প্রতিযোগিতা শুরু হবে। কিন্তু আইএসএলের ক্লাবগুলো জানিয়ে দেয়, আর্থিক বিষয় এবং কমার্শিয়াল পার্টনারের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত খেলতে আগ্রহী নয় তাঁরা।
