আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজয় তিনি আগেই করেছেন। এবার হলিউড জয় করতে আগ্রহী লিওনেল মেসি। সেই রাস্তায় হাঁটা শুরু করলেন রোজারিওর ছেলেটি।
বিশ্বখ্যাত আর্জেন্টাইন খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা। তাতে বানানো হবে ফিল্ম, লাইভ স্পোর্টস, ওয়েব সিরিজ এবং তথ্যচিত্র। সংস্থার নাম রাখা হয়েছে ‘৫২৫ রোজারিও’।
একদিন রোজারিও থেকেই শুরু হয়েছিল তাঁর ফুটবল-পরিক্রমা। তার পরে কালক্রমে তাঁর পদানত হয়েছে গোটা ফুটবলবিশ্ব। মেসি ভোলেননি তাঁর শিকড়। সেই কারণে প্রযোজনা সংস্থার নাম রেখেছেন নিজের জন্মস্থানের নামেই।
স্মাগলার এন্টারটেনমেন্ট নামে একটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে মেসির সংস্থা। আটবারের ব্যালন ডি অর জয়ী তারকাকে নিয়ে ইতিমধ্যেই স্মাগলার এন্টারটেনমেন্ট তৈরি করেছে মেসিজ ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অফ আ লিজেন্ড।
বিনোদন জগৎ নিয়েও সমান আগ্রহী মেসি। সেই কারণেই এই পদক্ষেপ দুনিয়া কাঁপানো তারকার।
