আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি শুভমন গিলকে। ১৫ জনের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক এবং তারকা ক্রিকেটার। নির্বাচকদের এই সিদ্ধান্ত মানতে পারেনি অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। অনেকেই সমালোচনা করেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন ডব্লুভি রমন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং মেয়েদের দলের প্রাক্তন কোচ জানান, এই সিদ্ধান্তে তিনি কার্যত হতবাক হয়ে গিয়েছেন। কোনওভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। অজিত আগরকর পরিচালিত নির্বাচক কমিটির তুলোধোনা করেন। তাঁর দাবি, এই সিদ্ধান্ত টি-২০ ফরম্যাটে সুনীল গাভাসকরকে বাদ দিয়ে কৃষ্ণমাচারী শ্রীকান্তকে নেওয়ার সমতুল্য। রমন বলেন, 'গিল নিজের কোনও দোষের জন্য বাদ পড়েনি। ওর আশেপাশে যারা রয়েছে, তাঁরা ওর থেকেও বেশি মারকুটে। আধুনিক টি-২০ ক্রিকেটের যুগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবতে গেলে বিষয়টা সুনীল গাভাসকরকে বাদ দিয়ে কৃষ্ণমাচারী শ্রীকান্তকে‌ নেওয়ার সমান। এই ফরম্যাটে যে আদর্শ ব্যাটার হবে। তাই আমি ভাবছিলাম, এই পর্যায়ে এখনই ওকে টি-২০ দলের সহ অধিনায়ক করার কী দরকার! যেখানে আরও অনেক মারকুটে টি-২০ ব্যাটার রয়েছে।'

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে, নিজের টেকনিকে বদল আনেন গিল। অনেক বেশি স্ট্রেট ব্যাটে খেলে। কিন্তু এর প্রভাব তাঁর ব্যাটিংয়ে পড়েছে বলে মনে করেন না ভারতের প্রাক্তনী। রমন বলেন, 'রোহিত শর্মা স্ট্রেট ব্যাটে খেলে, তাতে কি ওর মারমুখী মনোভাব এবং শট কমে যায়? অনেক সময় টি-২০ ক্রিকেটে স্ট্রেট ব্যাট অনেক বিকল্প খুলে দেয়। তুমি প্লেয়ার হিসেবে কেমন, সেটাই আসল। আমাদের মানতেই হবে যে ওর আশেপাশে যারা রয়েছে, তাঁরা অনেক বেশি মারমুখী।' রিঙ্কু সিং, ঈশান কিষাণদের জন্য বাদ পড়েছেন গিল। নেওয়া হয়নি জিতেশ শর্মাকেও। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, এই নিয়ে হতাশ হওয়া উচিত নয় শুভমনের। রমন বলেন, 'আমি ওর কোচ হলে বলতাম, প্লেয়ারদের জীবনে আবেগের কোনও জায়গা নেই। দলের ভারসাম্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিলের নিজের পারফোয়েন্স বা প্রতিভা নিয়ে প্রশ্ন করার কোনও জায়গা নেই।' 

তিনদিন আগেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়। দলে রয়েছে বড় চমক। শুভমান গিল ছন্দে না থাকায় বিশ্বকাপের দলে রাখা হয়নি। তাছাড়া তাঁর গোড়ালিতে চোটও রয়েছে। তবে কামব্যাক হয়েছে ঈশান কিষাণের। সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকরা ফের আস্থা রাখলেন তাঁর ওপর। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়। তাই দলে চারজন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তাছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। সেই কারণেই বিবেচনা করা হয়নি ঋষভ পন্থের নাম। ভাবা হয়নি মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামির নামও। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ।