আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। তারই মধ্যে একটি ভাইরাল হওয়া ভিডিও বেন স্টোকসদের সমস্যার মুখে ফেলে দিয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে বেন ডাকেটকে মদ্যপ অবস্থায় দেখা যায়। নেশায় এতটাই মত্ত ছিলেন, টিম হোটেলে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না। নুসার সানশাইন কোস্ট রিসোর্টে ইংল্যান্ড দলের সফর নিয়ে তদন্ত করার কথা জানান ম্যানেজিং ডিরেক্টর রব কি। দাবি করেন, সেই সফর মোটেও ক্রিকেটারদের ছুটি কাটানোর জন্য ছিল না। এই খবর সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট আট উইকেটে হারার পর ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য এই সফরের আয়োজন করেন ব্রেন্ডন ম্যাকালাম। এবার সেই প্রসঙ্গে বিবৃতি দেওয়া হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। 

বিবৃতিতে বলা হয়েছে, 'যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা সম্বন্ধে আমরা অবগত। আমরা ক্রিকেটারদের থেকে সঠিক আচরণের প্রত্যাশা করি। প্লেয়ারদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়। আচরণ নিয়ে কোনও প্রশ্ন উঠলে, তার তদন্ত হবেই। কারোর সাহায্য লাগলে আমরা তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তদন্তের পর সব জানাব।' 

ম্যানেজিং ডিরেক্টর রব কি জানান, অতিরিক্ত মদ্যপান আন্তর্জাতিক ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত নয়। রব বলেন, 'লোকেরা যখন বলছে আমাদের প্লেয়াররা বাইরে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছে, তাহলে আমাদের বিষয়টা খতিয়ে দেখতে হবে। আন্তর্জাতিক দলের ক্রিকেটারদের থেকে অতিরিক্ত মদ্যপান প্রত্যাশিত নয়। তাই তদন্ত করতে হবে। তবে যা শুনেছি, ওরা কোনও অসভ্য আচরণ করেনি। কী ঘটেছে সেটা জানার আমাদের একাধিক রাস্তা রয়েছে। আমি শুনেছি, ওরা বসে লাঞ্চ, ডিনার করেছে। খুব দেরীতে যায়নি। হয়ত একটু মদ্যপান করেছে। তাতে আমাদের কোনও আপত্তি নেই।' 

এদিকে অ্যাডিলেডে হারের ফলে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ হারার ধারা এখন টানা চার সিরিজে পৌঁছেছে। ২০১১ সালে অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বে ৩-১ ব্যবধানে অ্যাশেজ ধরে রাখার পর থেকে অস্ট্রেলিয়ায় আর কোনও টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড।এরপর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ১৮টি টেস্ট খেললেও ১৬টিতে হেরেছে ইংল্যান্ড। দুটি টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছে। সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি। সেই ম্যাচগুলোতে সম্মান বাঁচানোর পাশাপাশি দীর্ঘদিনের অস্ট্রেলিয়া খরা কাটাতে মরিয়া থাকবে বেন স্টোকসের দল।