আজকাল ওয়েবডেস্ক: জেমাইমা রডরিগেজের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। মেয়েদের আইপিএলের আগে তাঁকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঘোষণা করা হল। সম্প্রতি ভারতের বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন ২৫ বছরের ক্রিকেটার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৯ রান তাড়া করতে নেমে অপরাজিত ১২৭ রান করেন জেমাইমা। ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এবার নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। জেমাইমা বলেন, 'দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া অত্যন্ত সম্মানের। দল পরিচালনার ক্ষেত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আমি দলের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ। বছরটা আমার এবং পরিবারের জন্য স্বপ্নের মতো কাটছে। প্রথমে বিশ্বকাপ জয়। এখন এমন একটা দলের অধিনায়ক হওয়া যারা আমার হৃদয়ের খুব কাছের। মেয়েদের আইপিএলের শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজি আমার হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে।' 

মেয়েদের আইপিএলের প্রথম পর্বে সবার আগে জেমাইমাকে নেয় দিল্লি। ২৭টি ম্যাচ খেলে ফেলেছেন। রান ৫০৭। স্ট্রাইক রেট ১৩৯.৬৭। এখনও পর্যন্ত প্রত্যেক ফাইনাল খেলেছেন। মেগ ল্যানিংয়ের জায়গা অধিনায়ক করা হয় জেমাইমাকে। গত মাসে নিলামের আগে ছেড়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে। গত তিন বছরে যা শিখেছেন, সেটা উজাড় করে দেওয়ার জন্য তৈরি তারকা ক্রিকেটার। জেমাইমা বলেন, 'গত তিন বছরে আমি অনেক কিছু শিখেছি। দিল্লি ক্যাপিটালসে নিজের কিছু সেরা মুহূর্ত কাটিয়েছি। আমাদের গ্রুপ শক্তিশালী। আমার আর তর সইছে না। মাঠে নামার জন্য তৈরি। আশা করছি সফল মরশুম হবে। শেষপর্যন্ত সেই লাইন অতিক্রম করতে পারব, যা আমরা গত তিন বছরে পারিনি।' 

মোট ১১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন জেমাইমা। রান ২৪৪৪। রয়েছে ১৪টি অর্ধশতরান। গড় ৩০.৯৩। ভারতের হয়ে ৫৯টি একদিনের ম্যাচ খেলেছেন। রান ১৭৪৯। রয়েছে তিনটে শতরান এবং আটটি অর্ধশতরান। ১০ জানুয়ারি নভি মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি। সম্প্রতি বন্ধু স্মৃতি মান্ধানার পাশে দাঁড়ান জেমাইমা। শেষ মিনিটে ভেস্তে যায় তারকা ক্রিকেটারের বিয়ে। সেই তখন থেকেই স্মৃতির সঙ্গে রয়েছেন জেমাইমা। বিগ ব্যাশেও ফেরেননি। বন্ধুর জন্য টুর্নামেন্টের বাকি পর্ব না খেলার সিদ্ধান্ত নেন। সেটা জানিয়ে দেয় ব্রিসবেন হিট। ফ্র্যাঞ্চাইজির থেকে ভারতে থেকে যাওয়ার অনুমতি নেন। হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতির বিয়েতে যোগ দিতে ভারতে আসেন জেমাইমা। কিন্তু মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত হয়ে যায়। বন্ধুর পরিবারের পাশে থাকতে আর টি-২০ টুর্নামেন্টে ফেরেননি। জেমাইমার এই সিদ্ধান্তকে সম্মান জানায় ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজির সিইও টেরি ভেনসন জানান, আরও বেশি সময়ের জন্য জেমাইমাকে চেয়েছিলেন তাঁরা। নিলামে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে তাঁকে কিনেছিল ব্রিসবেন। কিন্তু তাঁদের কাছে গুরুত্বপূর্ণ জেমাইমার সিদ্ধান্ত।