আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরেছে ভারতের জুনিয়ররা। ১৯১ রানে হারে ভারত। ম্যাচের পরই বিপত্তি। ভারতীয় ক্রিকেটারদের হেনস্থা করা হয়। পাকিস্তানের সমর্থকদের একাংশ মাঠে ভারতীয় ক্রিকেটারদের টিটকারী মারে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় প্লেয়াররা বাসের দিকে যাওয়ার সময় তাঁদের কটাক্ষ করা হচ্ছে। বিশেষ করে বৈভব সূর্যবংশীকে টার্গেট করা হয়। ১৪ বছরের বিস্ময় বালকের দিকে কটাক্ষের যাবতীয় তীর ধেয়ে আসে। তবে তাতে কর্ণপাত করেননি বৈভব। নিজের মতো বাসের দিকে এগিয়ে যান। দর্শকদের দিকে তাকাননি পর্যন্ত। বয়সে অল্প হলেও মেজাজ হারাননি। মাথা ঠাণ্ডা রাখেন। মুখের অভিব্যক্তিতে কোনও বদল ছিল না। নিজের কিট নিয়ে সমর্থকদের মধ্যে দিয়ে হেঁটেই বাসে ওঠেন। 

এদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে প্ররোচনামূলক আচরণের অভিযোগ আনেন মহসিন নাকভি। এই বিষয়ে আইসিসির দ্বারস্থ হতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। জানান, তিনি অভিযোগ জানাবেন। ম্যাচ চলাকালীন কথা কাটাকাটিতে জড়ায় দুই দেশের ক্রিকেটাররা। সিনিয়র দলের মতো জুনিয়ররাও ম্যাচের আগে এবং পরে একে অপরের সঙ্গে হাত মেলায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে নাকভি বলেন, 'অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় প্লেয়ারের পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে প্ররোচনামূলক আচরণ করে। পাকিস্তান লিখিতভাবে আইসিসির কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ জানাবে। রাজনীতি এবং খেলাধুলো কখনই মিলিয়ে দেওয়া ঠিক নয়।' 

পাকিস্তান দলের মেন্টর এবং ম্যানেজার সরফরাজ আহমেদও দাবি করেন, তিনি ভারতীয় ক্রিকেটারদের আচরণে বিরক্ত। তিনি বলেন, 'ভারতীয় প্লেয়ারদের আচরণ ঠিক ছিল না।' পাকিস্তান অভিযোগ জমা করলেও, আইসিসি ম্যাচ রেফারির রিপোর্টকেই মান্যতা দেবে। প্রসঙ্গত, এপ্রিলে পাহেলগাঁও আক্রমণের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র মাল্টিনেশন প্রতিযোগিতা খেলার অনুমতি দেওয়া হয়েছে।