আজকাল ওয়েবডেস্ক: ৫৮ বছর বয়সে বাবা হলেন বরিস বেকার। ইনস্টাগ্রামে বেকার ও তাঁর স্ত্রী লিলিয়া ডি কার্ভালহোর ছবির সঙ্গে নবজাতকের ছবি পোস্ট করেন জার্মান কিংবদন্তি। কন্যা সন্তানের নামও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বেকার লিখেছেন, ''এই পৃথিবীতে তোমাকে স্বাগত জো ভিটোরিয়া বেকার। ২১.১১.২০২৫।'' 
শুক্রবার শিশুকন্যার জন্ম হয়। আজ শনিবার বেকারের ৫৮-তম জন্মদিন। তাঁর জন্মদিনের একদিন আগেই কন্যার জন্ম হয়। এ বেকারের একপ্রকার বার্থডে গিফট। 
২০২০ সালে বরিস ও লিলিয়ানের বিয়ে হয়। লিলিয়ান যে সন্তাসম্ভবা তা ছবি পোস্ট করে জানিয়েছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বেকারের পঞ্চম সন্তান জো। 
গত কয়েকবছরে বরিস বেকারের জীবন কাঁটা বিছানো পথ দিয়েই গিয়েছে। কোটিপতি থেকে তিনি সত্যিকারের বেকার হয়ে গিয়েছিলেন। 

ব্যাঙ্ক থেকে টাকা নেন। বারংবার তাঁকে তাগাদা দেওয়া হলেও সেই অর্থ তিনি শোধ করেননি। তাঁকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। 

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে বেকার রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছিলেন। ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডনে রীতিমতো ঝড় তৈরি করে দিয়েছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৯১ ও ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন। 

১৯৯৯ সালে বেকার টেনিস ছাড়েন। কোচ হিসেবে কাজ করেন তিনি। নোভাক জকোভিচের কোচ ছিলেন তিন বছর। সেই বেকারকে শ্রীঘরেও যেতে হয়েছিল। এহেন বেকার বাবা হলেন।