আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএলের প্লে অফের যোগ্যতা অর্জন করল মুম্বই সিটি এফসি‌। মঙ্গলবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের হারায় আইল্যান্ডাররা‌। গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে এবং নিকোলাস কারেলিস। জয়ের ফলে ৩৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে শেষ করল মুম্বই। তাঁদের থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে ৩৮ পয়েন্টে চারে বেঙ্গালুরু। এদিনের ম্যাচের শেষে প্লে অফের চিত্র কিছুটা হলেও পরিষ্কার হল। আইএসএলের নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল, অর্থাৎ মোহনবাগান এবং এফসি গোয়া সরাসরি সেমিফাইনালে খেলবে। বাকি চার দলকে প্লে অফে খেলতে হবে। 

দুটো নক আউট ম্যাচ হবে। বিজয়ী দল শেষ চারে চলে যাবে। প্রথম নক আউটে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং জামশেদপুর। দ্বিতীয় নক আউটে খেলবে নর্থ ইস্ট এবং মুম্বই সিটি। প্রথম সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হবে প্রথম নক আউটের বিজয়ী দল। অর্থাৎ, বেঙ্গালুরু বা জামশেদপুরের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়া মুখোমুখি হবে দ্বিতীয় নক আউট জয়ীর। দুটো নক আউট ম্যাচ ২৯ এবং ৩০ মার্চ হতে পারে। সেমিফাইনালের প্রথম লেগ হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান।