আজকাল ওয়েবডেস্ক: তুলনায় একেবারেই বিশ্বাসী নন তিনি। ইন্টার মিলান ম্যাচের আগে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল বলেছিলেন, লিও মেসির সঙ্গে তাঁর তুলনা করা একেবারেই ঠিক নয়। কারণ মেসি ইতিহাসের সেরা। 

কিন্তু যে ইয়ামাল নিজে তুলনায় যেতে রাজি নন, সেই তিনিই তো আলোচনা আরও জোরালো করে তুলছেন।  আরও বেশি করে সবাই যাতে তুলনা শুরু করেন, সেই রাস্তায় নিজেকে নিয়ে যাচ্ছেন। 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা- ইন্টার মিলান ম্যাচে ইয়ামাল আলো ছড়িয়ে গেলেন। 

ইন্টার কোচ সিমোনে ইনজাগি ম্যাচ শেষে বলেন, “ইয়ামাল এমন প্রতিভা যা ৫০ বছরে একবারই দেখা যায়। ওকে কাছ থেকে দেখতে পেয়ে আমি মুগ্ধ এবং আনন্দিত।'' 

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক সব সময়েই শিষ্যকে প্রশংসা করেন। তিনি বলেন, ''ইয়ামাল স্পেশাল, ইয়ামাল জিনিয়াস। বড় ম্যাচে নিজেকে নিয়ে যায় অন্য উচ্চতায়। সিমোনে বলেছেন, প্রতি ৫০ বছরে এমন একজনই আসে। সেটা বার্সেলোনার জন্য হওয়ায় আমি খুশি।”