আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে সবে ফুল ফোটাতে শুরু করেছেন কিলিয়ান এমবাপে। ঠিক সেই সময়ে বাধা হয়ে দাঁড়াল চোট। ফরাসি তারকার থাইয়ে চোট। সেই চোটের কথা নিশ্চিত করে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। বাঁ পায়ের থাই মাসলে চোট এমবাপের। সেই চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৫ বছর বয়সি এমবাপেকে। এ কথা জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।
আলাভেজের বিরুদ্ধে রিয়াল ৩-২ গোলে ম্যাচ জেতে। সেই ম্যাচের ৮০ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। খেলার ৪০ মিনিটে গোল করেন এমবাপে। আরেকটি গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। ম্যাচে পুরো সময় খেলতে পারেননি ফরাসি তারকা। কোচ অ্যানচেলোত্তি জানান, আরও সমস্যায় যাতে পড়তে না হয়, সেই কারণে তুলে নেওয়া হয় এমবাপেকে।
লা লিগায় প্রথম তিন ম্যাচে কোনও গোল করতে পারেননি এমবাপে। এখন ৫ গোল করে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় তিনি উঠে এসেছেন দু' নম্বরে। তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যাওয়ার অর্থ লিলে-র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামতে পারবেন না এমবাপে।
লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচেও খেলতে দেখা যাবে না ফরাসি তারকাকে। তাছাড়া জাতীয় দলের হয়েও নামতে পারবেন না তিনি। রবিবারের মাদ্রিদ ডার্বিতেও এমবাপেকে ছাড়াই নামতে হবে রিয়াল মাদ্রিদকে।
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবলে দু' নম্বরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
