আজকাল ওয়েবডেস্ক: পিএসজি ছাড়ার সময়ে প্রাক্তন ক্লাবের প্রতি সোচ্চার হয়েছিলেন কিলিয়ান এমবাপে।  সেই এমবাপে কিন্তু পুরস্কৃত হলেন সাঁ জাঁ-য় ভাল খেলার জন্যই। দেশ ছাড়ার আগে পিএসজির হয়ে দুর্দান্ত ছিল তাঁর পারফরম্যান্স। সেই কারণে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার পেলেন কিলিয়ান এমবাপে।  

২০২৩-২৪ মরশুমের জন্য ফ্রান্সের সেরা হন এমবাপে। চতুর্থ বার ‘ফ্রান্স ফুটবল’- এর এই পুরস্কার জিতে নিলেন তিনি। 

১৯৫৯ সাল থেকে বর্ষসেরা ফুটবলারকে এই পুরস্কার দিচ্ছে ফ্রান্স ফুটবল। গোড়ার দিকে কেবল ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদেরই দেওয়া হত এই পুরস্কার। ১৯৯৬ সালের পর থেকে নিয়মে বদল হয়। ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও পুরস্কৃত করা শুরু হয়। 

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে এমবাপে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। ২০২২-২৩ মরশুমেও পুরস্কার পেলেন। দেশ ছেড়ে স্পেনের ক্লাবে চলে গেলেও এমবাপে কিন্তু ছাপ ফেলে গিয়েছেন। এই পুরস্কার তারই স্বীকৃতি। 

পিএসজিতে ২০২৩-২৪ মরশুমে ৫২টি গোল করেছিলেন এমবাপে। লিগ ওয়ান, ফরাসি কাপ জেতেন। কিন্তু রিয়ালে গোড়ার দিকে তো সুবিধাই করতে পারছিলেন না ফরাসি সুপারস্টার। একসময়ে গোল না পাওয়ায় হতাশা গ্রাস করেছিল। নিজের পছন্দের জায়গায় তাঁকে খেলানো হচ্ছিল না।  

যাই হোক এমবাপে প্রথম হন। দ্বিতীয় হন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ তৃতীয় হন। রিয়ালে এমবাপের দুই সতীর্থ কামাভিঙ্গা ও চুয়োমেনি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হন।


এদিকে আটলান্টার বিরুদ্ধে চোট পাওয়ায় আবার মাঠের বাইরে ফরাসি তারকা। কবে মাঠে ফিরবেন এমবাপে, তা নিয়েই চলছে চর্চা।