আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়ে দিয়েছে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, ‘‌বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে।’‌


এটা ঘটনা, ভারত–বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব এবার আইপিএলেও পড়ল। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কেকেআর কর্তৃপক্ষ। 


বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটার নিতে পারবে কেকেআর। আর আইপিএলের নিয়ম বলছে, যেহেতু বোর্ডের নির্দেশে অক্রিকেটীয় কারণে মুস্তাফিজুর খেলতে পারছেন না তাই অটোমেটিক এই ৯ কোটি ২০ লক্ষ টাকা কেকেআরের কাছে ফেরত চলে আসবে। সেই টাকায় তারা ক্রিকেটার নিতেও পারে। আবার ফান্ডে রেখেও দিতে পারে। যা পরবর্তী নিলামে কাজে লাগবে। আইপিএলের নিয়মে বলা আছে, একজন খেলোয়াড়কে কিনে নেওয়ার পর একটি ফ্র্যাঞ্চাইজির বাজেট সাধারণত ‘‌লক’‌ হয়ে যায়। তবে, মুস্তাফিজুরের পরিস্থিতি অন্য। খেলোয়াড়ের নিজের সরে যাওয়া বা চোটজনিত কারণে নয়। বরং বিষয়টি অন্য। আর ভারতীয় ক্রিকেট বোর্ডই এই নির্দেশ দিয়েছে। ফলে মুস্তাফিজুরের জন্য খরচ করা ৯ কোটি ২০ লক্ষ টাকা কেকেআরের কাছেই ফিরে আসবে। 


তবে অন্য একটি প্রসঙ্গও আছে। মুস্তাফিজুর যদি কেকেআর বা বোর্ডের কাছে ক্ষতিপূরণ চান, সেক্ষেত্রে বিষয়টি জটিল আকার ধারণ করতে পারে। 

এটা ঘটনা, আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে আর খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। পরিবর্তে অবশ্য অন্য কাউকে সই করানোর সুযোগ থাকছে কেকেআর কর্তৃপক্ষের কাছে। বিদেশি ক্রিকেটারও নিতে পারবে কেকেআর।

বিভিন্ন মহল থেকে বিসিসিআইয়ের উপর চাপ আসছিল। মুস্তাফিজুরকে যেন না খেলানো হয় আইপিএলে। চাপের মুখে শুক্রবার প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল বিসিসিআই। বোর্ডের এক কর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিষয়টি আমাদের হাতে নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না, এমন কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার আমাদের দেয়নি। তাই এই বিষয় নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।’ কিন্তু শনিবার সকালেই বিসিসিআই মুস্তাফিজুরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। কেকেআরকে জানিয়ে দেওয়া হল, মুস্তাফিজুরকে খেলানো যাবে না আইপিএলে। ছেড়ে দিতে হবে।