আজকাল ওয়েবডেস্ক: স্কোরবোর্ডে ৩৫৮ রান তুলেও হারতে হল। হারের জন্য টস ভাগ্য ও দলের ফিল্ডিংকে দায়ী করলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। নাম না করে বোলারদেরও কাঠগড়ায় তুলেছেন রাহুল।
এটা ঘটনা, রায়পুরের ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রাহুল। রাঁচি ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে পাঁচে নামানো হয়েছিল। রাহুল নেমেছিলেন ছ’নম্বরে। কিন্তু ফর্ম ভাল থাকায় তাঁকে এই ম্যাচে আগে নামার নির্দেশ দেন কোচ গম্ভীর। ম্যাচ শেষে রাহুল বলেন, ‘আমার জায়গা ছ’নম্বরে। এই ম্যাচেই পাঁচ নম্বরে নামলাম। বিরাট ও রুতুরাজ খুব ভাল খেলছিল। তাই গৌতি ভাই বলল, আমার নামা উচিত। আগের ম্যাচে রান করেছিলাম। তাই আমার আত্মবিশ্বাস ছিল। সেটাই কাজে লাগাতে পাঁচ নম্বরে নেমেছি। ৩২–৩৩ ওভারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০–২৫ রান যে কম হয়েছে তা বারবার বলেছেন রাহুল। পাশাপাশি শিশির পড়ায় দ্বিতীয় ইনিংসে বল করতে সমস্যা হয়েছে বোলারদের। এই পরিস্থিতিতে কীভাবে বোলারদের আরও ২০–২৫ রান দেওয়া যায় সেই আলোচনা চলেছে তাঁদের। জাদেজাকে আগে নামালেই হয়তো সমাধান পাওয়া যেত। রাহুল কি সেটাই বোঝাতে চাইলেন? হয়ত ওয়াশিংটনকে আগে নামানোটা যে ভুল ছিল সেটাই বোঝাতে চাইলেন রাহুল।
তবে শিশির পড়লেও বোলারদের আরও একটু ভাল বল করা উচিত ছিল বলে জানিয়েছেন রাহুল। পাশাপাশি হারের জন্য ফিল্ডিংকেও দায়ী করেছেন তিনি। রাহুল বলেছেন, ‘শিশির পড়ছিল। ফলে বোলারদের সমস্যা হচ্ছিল। কিন্তু তার পরেও আরও একটু ভাল বল করা যেত। ফিল্ডিংয়ে বেশ কিছু অতিরিক্ত রান দিয়েছি। বোলিং ও ফিল্ডিং আরও ভাল হতে পারত। এই ভুলগুলো পরের ম্যাচে করলে হবে না।’
দুই শতরানকারী রুতুরাজ গায়কোয়াড় ও বিরাট কোহলির প্রশংসা অবশ্য করেছেন রাহুল। কোহলির থেকে রুতুরাজকে নিয়ে বেশি উচ্ছ্বসিত রাহুল। তিনি বলেন, ‘কোহলি তো এই কাজটা বছরের পর বছর ধরে করছে। ৫৩ বার করেছে। কিন্তু রুতুরাজ দুর্দান্ত খেলেছে। যেভাবে শুরু থেকে আক্রমণ করেছে তা অসাধারণ। ওদের জন্যই ২০ রান বেশি হয়েছে।’ পাশাপাশি হারের জন্য টস হারাকেও একটি কারণ বলে মনে করেন ভারত অধিনায়ক। রাহুলের কথায়, ‘নিজেকে লাথি মারতে ইচ্ছা করছে। টস হেরে গেলাম। সত্যি, এই ম্যাচগুলোয় টস খুব গুরুত্বপূর্ণ। পুরো খেলাটাই বদলে দেয়।’
