আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে শুক্রবার অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। কেএল রাহুল নেতৃত্ব দিতে রাজি না হওয়ায় ভারতীয় অলরাউন্ডারকে বেছে নেওয়া হয়। ২০১৯ সাল থেকে দিল্লিতে খেলছেন অক্ষর। মেগা নিলামের আগে ১৬.৫০ কোটি দিয়ে তাঁকে রেখে দেওয়া হয়েছে। দিল্লির হয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান ৩১ বছরের অলরাউন্ডারের। তুলে নিয়েছেন ৬২ উইকেট। ইকোনমি রেট সাতের আশেপাশে। বর্তমান দিল্লি দলের সবচেয়ে পুরোনো সদস্য তিনি। তার পুরস্কার এবার পেলেন। নতুন ভূমিকার জন্য অক্ষরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, 'অভিনন্দন বাপু। এই যাত্রায় তোমার জন্য শুভ কামনা রইল। সবসময় তোমার সঙ্গে আছি।' অক্ষরের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে এমন পোস্ট করেন তারকা উইকেটকিপার ব্যাটার।
আইপিএলে কোনওদিন নেতৃত্ব দেননি অক্ষর। তবে গুজরাটের অধিনায়কত্ব করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে দলকে নেতৃত্ব দেন। চলতি বছর ভারতের টি-২০ দলের সহ অধিনায়ক ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। পাঁচ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৪.৩৫। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১০৯ রান করেন। অধিনায়ক হওয়ার পর অক্ষর জানান, 'দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের। আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।' ঋষভ পন্থের জায়গা নেবেন অক্ষর। দলে কেএল রাহুল, কুলদীপ যাদব, ফাফ ডু'প্লেসি, মিচেল স্টার্কের মতো তারকারা আছে। তারকাদের সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া অক্ষরের সামনে বড় চ্যালেঞ্জ।
