আজকাল ওয়েবডেস্ক:‌ দল কিনলেন লোকেশ রাহুল। এটা ঘটনা, ক্রিকেট ছেড়ে ভলিবলে মন লেগেছে লোকেশ রাহুলের! প্রো ভলিবল লিগে দল কিনেছেন তিনি। গোয়া গার্ডিয়ান্সের অন্যতম মালিক হয়েছেন তিনি। অক্টোবর মাসের ২ তারিখ শুরু হতে চলেছে প্রো ভলিবল লিগের চতুর্থ মরসুম। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সেখানেই খেলতে দেখা যাবে রাহুলের নতুন দলকে।


এক বিবৃতিত নতুন দল কেনার কথা জানিয়েছেন রাহুল। ভারতে ভলিবলের প্রচার ভূমিকা নিতে চান তিনি। রাহুল বলেছেন, ‘‌ভারতের ভলিবলের মোড় ঘুরিয়ে দিয়েছে প্রো ভলিবল লিগ। এই লিগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া। সেই কাজে যু্ক্ত হতে পেরে ভাল লাগছে।’‌


গোয়া গার্ডিয়ান্সের আর এক মালিক রাজু চেকুরি। রাহুলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাহুলের ভলিবলের প্রতি ভালবাসার কথা তিনি আগে থেকেই জানতেন। সেই কারণে রাহুলের সঙ্গে জুটি বেঁধেছেন। আগের তিন মরসুমে খেলেনি গোয়া গার্ডিয়ান্স। এ বারই প্রথম নামতে চলেছে তারা।


এদিকে, ভারতীয় দল এখন দুবাইয়ে এশিয়া কাপ খেলতে ব্যস্ত। সেই দলে নেই তিনি। ভারতের টেস্ট ও এক দিনের দলে রাহুল নিয়মিত হলেও টি–টোয়েন্টি দলে আর সুযোগ পান না তিনি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দ্বিতীয় টেস্ট। সেই দলে রয়েছেন রাহুল। ২ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। সেই সিরিজে ভারতের জার্সিতে আবার দেখা যাবে রাহুলকে। তার আগে আপাতত ভলিবলে মন তাঁর।