আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষের ব্যাটারকে আউট করার পরে আগ্রাসী আচরণ করার জন্য আগেও শাস্তি পেয়েছিলেন হর্ষিত রানা। দিল্লি প্রিমিয়ার লিগেও একই আচরণ করায় শাস্তি পাচ্ছেন অলরাউন্ডার। 

২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে আগ্রাসী আচরণ করায় এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। 

এবার দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি স্ট্রাইকার্স ও ওয়েস্ট দিল্লি লায়ন্স ম্যাচেও একই কাণ্ড করায় রানাকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে। 

হর্ষিত রানা নর্থ দিল্লি স্ট্রাইকার্সের অধিনায়ক। ১৬৫ রানের পুঁজি নিয়ে লড়ছিল নর্থ দিল্লি। তৃতীয় ওভারে আয়ূষ দোসেজাকে ফেরানোর পরে হর্ষিত রানা রাগত ভাবে দিল্লি লায়ন্সের ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোয় এবার তাঁর উপরে নেমে আসছে শাস্তির খাঁড়া। 

আরও পড়ুন: ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে ঈশান-পরাগ, জোরকদমে প্রস্তুতি চলছে মেয়েদের দলের

এর আগে এক পডকাস্টে হর্ষিত রানা বাংলাদেশি ক্রিকেটারদের কাছে গালমন্দ খাওয়ার অভিজ্ঞতা শেযার করেছিলেন। 

ভারত-বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগের ফুটন্ত কড়াই। এমন সব দৃশ্য তৈরি হয়েছে, যা হয়তো চিরদিনের ফ্রেমে জায়গা করে নিয়েছে। 

 ২০২৩ সালের এমার্জিং এশিয়া কাপেই এই ঘটনাই ঘটেছে।

সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে ২১১ রানে শেষ হয়ে গিয়েছিল। অধিনায়ক যশ ধূল সর্বোচ্চ ৬৬ রান করেন। বাংলাদেশের রান তাড়া করার সময়ে উত্তেজক এক মুহূর্তের জন্ম হয়। সৌম্য সরকারকে ফেরানোর পরে তাঁর সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলেন হর্ষিত রানা। 

পডকাস্ট চ্যানেলে হর্ষিত রানাকে বলতে শোনা গিয়েছে, ''ভারত–বাংলাদেশ ম্যাচে সব সময়ে লড়াই হয়। সেদিন ব্যাটিংয়ের সময় ওরা আমাদের খুব গালমন্দ করেছে। যশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম তখন প্রচুর গালিগালাজ শুনতে হয়েছে।''
রানা জানিয়েছে, ঝামেলা শুরু করেছিল বাংলাদেশের খেলোয়াড়রা। তারা প্ররোচিত করছিল ভারতীয়দের। পালটা ভারত যাতে কিছু বলে সেই অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই সময়ে ভারত এ দলের কোচ ছিলেন সীতাংশু কোটাক। রানা বলছেন, ''কোটাক স্যর বলেছিলেন, মাঠের ভিতরে আমাদের ঝামেলা করার দরকার নেই। ওদের হারানোটাই যথেষ্ট। কিন্তু দিল্লি ও পাঞ্জাবের ক্রিকেটাররা বিষয়টাকে হালকাভাবে নেয়নি।'' 
সৌম্য সরকারের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে হর্ষিত বলেন, ''সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটার ছিল। আমরা অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার ছিলাম। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমি নিজের মতো উদযাপন করছিলাম। সৌম্য আমাকে কিছু একটা বলেছিল। কথা কাটাকাটির শুরু সেখান থেকেই। ওদের অনেকেই গালমন্দ হজম করেছে। শেষমেশ অবশ্য আমরাই ম্যাচটা জিতি।'' 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুটিয়ে খেলেছেন। তিনি এখন পুরোদস্তুর ভারতীয় ক্রিকেটার। সেই হর্ষিত রানা বছর দুয়েক আগের কথা তুলে ধরলেন পডকাস্টে। কিন্তু খেলার মাঠে নেমে নিজের চরিত্র আর বদলালেন না। দিল্লি প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ফিরিয়ে উত্তেজিত ভাবে সেলিব্রেশন করার জন্য এবার শাস্তি পেলেন কেকেআর ও জাতীয় দলের তারকা ক্রিকেটার।   

আরও পড়ুন: বুমরাহকে ছেড়ে কথা বলছেন না কেউই, এবার কড়া ভাষায় সমালোচনা করলেন আজহার ...