আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন খালেদ মাহমুদ। বুধবার পদত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। গাজী আশরাফ হোসেনকে হারিয়ে ২০১৩ সালে বিসিবির ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন তিনি। এই ভূমিকায় টানা তিনটে টার্ম ছিলেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য নিজের তৃতীয় মেয়াদ শেষ করতে পারলেন না মাহমুদ। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইস্তফা দিতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সরে দাঁড়ানোর পর বোঝাই গিয়েছিল আমূল পরিবর্তন হতে চলেছে বোর্ডে। 

নিজের দায়িত্বকালে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করার চেষ্টা করেন মাহমুদ। বেশ কয়েকবছর বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁর তত্ত্বাবধানেই ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এটাই সবচেয়ে বড় সাফল্য। ডিরেক্টরের ভূমিকা পালন করার পাশাপাশি, একাধিকবার অন্তর্বর্তী কোচ এবং টিম ম্যানেজারের দায়িত্বে দেখা যায় তাঁকে। মাহমুদের পাশাপাশি সরে যান আরও কয়েকজন বোর্ডের ডিরেক্টর। এই তালিকায় আছেন জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী এবং নইমুর রহমান। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।